৫ম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন
প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৫ খ্রিস্টাব্দ
পঞ্চম শ্রেণি
প্রাথমিক বিজ্ঞান
সময়: ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেয়া যাবেনা।
০১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ (বহুনির্বাচনী): ১০×১=১০
(ক) কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল?
(ক) আলো (খ) পানি
(গ) খাদ্য (ঘ) বাতাস
(খ) একটি নির্দিষ্ট স্থানে বিভিন্ন জীব ও জড় বস্তুর মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কী বলে?
(ক) পরাগায়ন (খ) বাস্তুসংস্থান
(গ) সালোকসংশ্লেষণ (ঘ) খাদ্য জাল
(গ) প্রাণীর মৃতদেহ মাটিতে পচে গিয়ে কীসে পরিণত হয়?
(ক) পানিতে (খ) মাটিতে
(গ) সারে (ঘ) প্রাণীতে
(ঘ) মাটি দূষণের কারণ কোনটি?
(ক) পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি (খ) চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার
(গ) কীটনাশকের ব্যবহার (ঘ) মাটির উর্বরতা হ্রাস
(ঙ) পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ নিচের কোনটি?
(ক) তেজস্ক্রিয় বিস্ফোরণ (খ) শিল্পায়ন
(গ) আর্সেনিক দূষণ (ঘ) প্রাকৃতিক কারণ
(চ) রাজুর মা মাটির চুলায় লাকড়ি দিয়ে খাবার রান্না করছে। এতে কোন ধরনের দূষণ সংঘটিত হচ্ছে?
(ক) মাটি দূষণ (খ) পানি দূষণ
(গ) বায়ু দূষণ (ঘ) শব্দ দূষণ
(ছ) পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?
(ক) ছাঁকন (খ) থিতানো
(গ) ফুটানো (ঘ) ঘনীভবন
(জ) একটি পানি ভর্তি গ্লাস ফ্রিজে সারারাত রেখে দিল। পরদিন সকালে দেখা গেল যে, গ্লাসের পানি বরফে পরিণত হয়েছে। কেন পানি বরফে পরিণত হলো?
(ক) পানি শক্তি অর্জন করেছে (খ) পানি আলোকশক্তি শোষণ করেছে
(গ) পানি তাপশক্তি শোষণ করেছে (ঘ) পানি থেকে তাপশক্তি সরিয়ে নেওয়া হয়েছে
(ঝ) চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
(ক) অক্সিজেন (খ) কার্বন ডাইঅক্সাইড
(গ) নাইট্রোজেন (ঘ) জলীয় বাষ্প
(ঞ) পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান?
(ক) অক্সিজেন (খ) কার্বন ডাইঅক্সাইড
(গ) নাইট্রোজেন (ঘ) জলীয় বাষ্প
০২। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখ : ৫ × ২ = ১০
তাপমাত্রা | উদ্ভিদ | পরাগায়নে | কার্বন ডাইঅক্সাইড | শোষণ |
ক. খাদ্য তৈরিতে সূর্যের আলোর উপর ——- নির্ভরশীল।
খ. পাখি, মৌমাছি ইত্যাদি উদ্ভিদের ——– সাহায্য করে।
গ. বায়ু দূষণের ফলে পৃথিবীর ——– ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
ঘ. পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান ——— করতে পারে না।
ঙ. অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত বায়ুর ——– শোষণ।
০৩। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখ : ৫ × ২ = ১০
(ক) জীব ও জড়ের মধ্যকার পারস্পারিক ক্রিয়াই হলো বাস্তুসংস্থান।
(খ) মাটি দূষণ জমির উর্বরতা বৃদ্ধি করে।
(গ) উদ্ভিদের দেহের শতকরা প্রায় ৯০ ভাগ পানি।
(ঘ) বায়ুপ্রবাহ চরকা ঘুরাতে পারে।
(ঙ) মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন।
০৪। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখ: ৪×২=৮
বাম পাশ | ডান পাশ |
ক. মানুষ আগুন নেভাতে ব্যবহার করে | পরাগায়নের জন্য। |
খ. পানি দূষণের প্রধান কারণ | কার্বন ডাইঅক্সাইড। |
গ. বায়ু দূষণের কারণে | মানুষের কর্মকান্ড। |
ঘ. উদ্ভিদ প্রাণীর উপর নির্ভর করে | ফুসফুসে ক্যান্সার হয়। |
০৫। নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ (যে কোনো ১০টি): ১০ x ৩ = ৩০
(ক) উদ্ভিদ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও।
(খ) পরিবেশের উপাদান বলতে কী বোঝ?
(গ) বাস্তুসংস্থান বলতে কী বোঝ?
(ঘ) বায়ু দূষণ কী?
(ঙ) পানি দূষণ প্রতিরোধে তিনটি পদক্ষেপ উল্লেখ কর।
(চ) পরিবেশ থেকে অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর তিনটি কারণ লেখো।
(ছ) পানিবাহিত তিনটি রোগের নাম লেখ।
(জ) পানির এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়ার কারণ কী?
(ঝ) পানি দূষণ রোধে তোমার তিনটি পরামর্শ লেখো।
(ঞ) বায়ু দূষণের ফলে সৃষ্ট দুইটি রোগের নাম লেখো ।
(ট) এসিড বৃষ্টির দুইটি ক্ষতিকর দিক লেখো।
(ঠ) দোকানদার বাতাস ভর্তি করে বেলুন ফোলান। এমন দুইটি বস্তুর নাম লেখো যা এভাবে ফোলানো হয়।
০৬। নিচের প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখ (যে কোনো ৪টি) : ৪ × ৮ = ৩২
(ক) আবাসস্থলের জন্য উদ্ভিদ ও প্রাণী পরিবেশের জড় উপাদানের উপর কীভাবে নির্ভরশীল তা ৪টি বাক্যে লেখো।
(খ) পরিবেশ দূষণের । তিনটি কারণ লেখ। পরিবেশ দূষণের দুইটি ক্ষতিকর প্রভাব লেখ। এ দূষণ রোধে তিনটি পরামর্শ লেখ।
(গ) পানিচক্র কী? জীবের কেন পানি প্রয়োজন তা ছয়টি বাক্যে লেখ।
(ঘ) পানি দূষণ কী? পানি দূষণের তিনটি কারণ লেখ। পানি দূষণের তিনটি ক্ষতিকর প্রভাব লেখ।
(ঙ) রিসাইকেল প্রক্রিয়া কীভাবে বায়ু দূষণ কমাতে পারে?
(চ) দূষিত বায়ু কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা দুইটি বাক্যে লেখ। বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখ।
উত্তর পত্র