Lockdown
Lockdown is a condition of isolation at several dimension. It is an emergency rubric introduced by the authority preventing people from leaving an area. All organizations are usually closed, and citizens are required, or at least strongly encouraged, to stay home to avoid a certain negative consequence. Lockdowns are ascribed when the public safety is at risk during situations like political riots or when there is a risk of spreading an infectious disease. Recently, Covid-19 the respiratory illness caused by the Novel Coronavirus has forced the countries worldwide to impose complete or partial lockdowns to check the spread of the disease. More than a million have been within months and it eventually has reached Bangladesh. Bangladesh government has initially imposed partial lockdown in several areas where patients have been diagnosed with COVID-19, and later, a complete lockdown throughout the country has been initiated. It is always a challenge to restrict and control the public movement in a densely populated country like Bangladesh. It is hard for the people who enjoy free movement and socializing in a large scale to be confined in their houses for an indefinite time. Our worst fear is if the lockdown is prolonged, the wheel of economy not only of our country but also of the entire world will be at stake.
বাংলা অনুবাদ
লকডাউন হল বিভিন্ন মাত্রায় বিচ্ছিন্নতার শর্ত। এটি কর্তৃপক্ষ কর্তৃক প্রবর্তিত একটি জরুরি অবস্থা যা লোকজনকে এলাকা ছেড়ে যেতে বাধা দেয়। সমস্ত কিছু সাধারণত বন্ধ থাকে এবং নাগরিকদের একটি নির্দিষ্ট নেতিবাচক পরিণতি এড়াতে বাড়িতে থাকার জন্য বাধ্য করা হয়, যা অত্যন্ত কঠোরভাবে পালন করা হয়। রাজনৈতিক দাঙ্গার মতো যখন জনসাধারণ নিরাপত্তার ঝুঁকিতে থাকে বা যখন কোনো সংক্রামক রোগ ছড়ানোর ঝুকি থাকে তখনই লকডাউন দেওয়া হয়। সম্প্রতি, কোভিড-১৯ নভেল করোনাভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসযন্ত্রের অসুস্থতা বিশ্বব্যাপী দেশগুলিতে রোগের বিস্তার রোধে সম্পূর্ণ বা আংশিক লকডাউন আরোপ করতে বাধ্য করেছে। কয়েক মাসের মধ্যে এটি মিলিয়নের বেশে ছড়িয়ে পড়েছে এবং এটি বাংলাদেশে পৌঁছেছে। বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে বেশ কয়েকটি এলাকায় আংশিক লকডাউন আরোপ করেছে যেখানে কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং পরে সারা দেশে সম্পূর্ণ লকডাউন দেওয়া হয়েছে। বাংলাদেশের মত ঘনবসতিপূর্ণ দেশে জনসাধারণকে নিয়ন্ত্রন করা ও চলাচলকে সীমিত করা সবসময়েই একটি বড় চ্যালেঞ্জ। যারা অবাধ বিচরণ ও সামাজিকতা উপভোগ করেন তাদের জন্য অনির্দিষ্টকালের জন্য ঘরে বন্দী থাকা কঠিন। তবে সচচেয়ে খারাপ আশঙ্কা হলো লকডাউন দীর্ঘায়িত করা হলে শুধু আমাদের দেশে নয়, সমগ্র বিশ্বের অর্থনীতির চাকা হুমকির মুখে পড়বে।
Model- 2
Lockdown is a condition of isolation to varying degrees. It is an emergency imposed by the authorities that prevents people from leaving the area. Everything is usually closed and citizens are forced to stay at home to avoid a certain negative consequence, which is strictly observed. Lockdowns are imposed when there is a risk to public safety or the spread of an infectious disease, such as a political riot. Recently, respiratory illnesses caused by the Covid-19 novel coronavirus have forced countries around the world to impose a complete or partial lockdown to prevent the spread of the disease. Within a few months, it has spread to millions and has reached Bangladesh. The Bangladesh government has initially imposed partial lockdowns in several areas where Covid patients have been identified and then a complete lockdown has been imposed across the country. In a densely populated country like Bangladesh, controlling the population and restricting movement is always a big challenge. For those who enjoy free roaming and socializing, it is difficult to stay indoors indefinitely. However, the real fear is that if the lockdown is prolonged, not only our country, but the entire world economy will be threatened.
Views: 1