চারপাশের লেখার সাথে পরিচিত হই
বাংলা
সপ্তম শ্রেণি
এক কথায় উত্তর
১) প্রতীক, লোগো, স্লোগান কিংবা কোনো বার্তা সংবলিত এক টুকরা কাপড়কে কী বলে?
উত্তর: ব্যানার।
২) কীসের উপর ব্যানার লেখা হয়?
উত্তর: কাপড়ের।
৩) সম্প্রতি ডিজিটাল ব্যানার কীসে ডিজাইন করা হয়?
উত্তর: কম্পিউটারে
৪) সম্প্রতি ডিজিটাল ব্যানার কীসে মুদ্রণ করা হয়?
উত্তর: পিভিসিতে।
৫) সাধারণত উপর থেকে নিচের দিকে ঝোলানো যায় এমন স্লোগান-সংবলিত কাগজ বা কাপড়ের টুকরাকে কী বলে?
উত্তর: ফেস্টুন।
৬) ফেস্টুন কেন ব্যবহার করা হয়?
উত্তর: প্রচার-প্রচারণার জন্য।
৭) ফেস্টুন কীসের সংক্ষিপ্ত সংস্করণ?
উত্তর: ব্যানারের।
৮) ফেস্টুন দেখতে কেমন?
উত্তর: আয়তাকার।
৯) কাগজে ছবি এবং শব্দের মুদ্রিত নকশাকে কী বলে?
উত্তর: পোস্টার।
১০) পোস্টার কেন তৈরি করা হয়?
উত্তর: কোনো বিষয়বস্তু প্রচারের উদ্দেশ্যে।
চারপাশের লেখার সাথে পরিচিত হই
১১) কাগজ আবিষ্কৃত হওয়ার পূর্বে মানুষ কোথায় নানাবিধ বিষয় লিখে রাখত?
উত্তর: দেয়ালে, পাথরে ও গাছে।
১২) ভারতবর্ষে ছাপানো পোস্টার ব্যবহার শুরু হয়েছে কত সালে?
উত্তর: ১৭৫৭ সালে।
১৩) পোস্টারের একটি ধরনের নাম লেখো।
উত্তর: শিক্ষামূলক পোস্টার।
১৪) পোস্টার তৈরির জন্য কী কী প্রয়োজন হয়?
উত্তর: কাগজ, কলম, মার্কার, আঠা ইত্যাদি।
১৫) কারো দৃষ্টি আকর্ষণের জন্য প্রকাশ্যে বহনযোগ্য লিখিত বা মুদ্রিত ফলক কোনটি?
উত্তর: প্ল্যাকার্ড।
১৬) প্ল্যাকার্ড বহনের জন্য এতে কী লাগানো থাকে?
উত্তর: হাতল।
১৭) সাধারণত প্ল্যাকার্ড কীসের উপর লিখে তৈরি করা হয়?
উত্তর: শক্ত কাগজ, ধাতব পাত, কাঠ বা প্লাস্টিক-পর্দায়।
১৮) কাদের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়?
উত্তর: বিভিন্ন মিছিল, শোভাযাত্রা, সমাবেশ প্রভৃতিতে অংশগ্রহণকারীদের।
১৯) একটি সমতল পৃষ্ঠ বা বোর্ড যেখানে বড়ো বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি পোস্ট করা হয়, তাকে কী বলে?
উত্তর: বিলবোর্ড।
২০) বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণা ও বিজ্ঞাপনের ফলককে কী বলে?
উত্তর: বিলবোর্ড।
চারপাশের লেখার সাথে পরিচিত হই
২১) আমরা কোথায় বিলবোর্ড দেখে থাকি?
উত্তর: রাস্তাঘাটে কিংবা ভবনের ছাদে।
২২) বিলবোর্ডে কী কী থাকে?
উত্তর: প্রয়োজনীয় তথ্য এবং পণ্য ও সেবার বিবরণ।
২৩) বিলবোর্ড তৈরি করতে কী ব্যবহার করা হয়?
উত্তর: বড়ো ধাতব পাত।
২৪) টেলিভিশনের মতো পণ্য ও সেবার বিজ্ঞাপন দেওয়া হয় কোন ধরনের বিলবোর্ডে?
উত্তর: ডিজিটাল বিলবোর্ডে।
২৫) নোটিশ কোন ভাষার শব্দ?
উত্তর: ইংরেজি।
২৬) নোটিশ শব্দের বাংলা অর্থ কী?
উত্তর: বিজ্ঞপ্তি
২৭) অন্যকে কোনো তথ্য সম্পর্কে অবগত করার জন্য কী লেখা হয়?
উত্তর: নোটিশ।
২৮) নোটিশ টাঙানোর জন্য যে বোর্ড থাকে তাকে কী বলে?,
উত্তর: নোটিশ বোর্ড।
২৯) কোথাও কোথাও বেশি জরুরি নোটিশ কী করা হয়?
উত্তর: পাঠ করে শোনানো হয়।
৩০) দূরের মানুষের কাছে নোটিশ কীভাবে পাঠানো হয়?
উত্তর: চিঠির আকারে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে
চারপাশের লেখার সাথে পরিচিত হই
৩১) নোটিশের মধ্যে কী নির্দেশ থাকে?
উত্তর: কোনোকিছু মান্য করা বা পালন করার নির্দেশ।
৩২) স্কুল-কলেজে ছুটি, খেলাধুলা, ভর্তি, পরীক্ষা বা অন্য কোনো তথ্য কীভাবে জানানো হয়?
উত্তর: নোটিশের মাধ্যমে।
৩৩) প্রচার-প্রচারণার জন্য লিখিত বা মুদ্রিত ছোটো কাগজকে কী বলে?
উত্তর: লিফলেট।
৩৪) কীসে লিখে লিফলেট তৈরি করা হয়?
উত্তর: ছোটো কাগজে।
৩৫) কীসের মাধ্যমে কম সময়ে নির্দিষ্ট এলাকায় অধিক মানুষের কাছে তথ্য পৌঁছানো যায়?
উত্তর: লিফলেটের।
৩৬) জনগণের মাঝে লিফলেট কেন প্রচার করা হয়?
উত্তর: সচেতনতা সৃষ্টির জন্য।
৩৭) লিফলেটের একটি ধরনের নাম লেখো
উত্তর: সামাজিক সচেতনতামূলক লিফলেট
৩৮) লিফলেটের নিচে কী দিতে হবে?
উত্তর: প্রচারকের নাম-ঠিকানা।
৩৯) মোড়কের কাজ কী?
উত্তর: কোনো কিছু ঢেকে রাখা এবং রক্ষা করা।
৪০) দোকান থেকে কোনো পণ্য কিনলে তা কীসে করে আমাদের দেওয়া হয়?
উত্তর: মোড়কে করে।
চারপাশের লেখার সাথে পরিচিত হই
৪১) পণ্যের নাম, পণ্যের উপাদান-উপকরণ, উৎপাদন ও মেয়াদ, পণ্যের দামসহ নানা তথ্য কোথায় লেখা থাকে?
উত্তর: মোড়কের গায়ে।
৪২) ক্রেতাকে আকৃষ্ট করার জন্য মোড়কের গায়ে কী থাকে?
উত্তর: সুন্দর নকশা।
৪৩) অনেক সময় মোড়কের গায়ে বিভিন্ন ছবি থাকে, কেন?
উত্তর: মোড়ককে আকর্ষণীয় করার জন্য।
৪৪) যে একমুখী যোগাযোগ পদ্ধতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার, প্রসার এবং বিক্রির চেষ্টা করে, তার নাম কী?
উত্তর: বিজ্ঞাপন।
৪৫) বিজ্ঞাপনের ভাষায় আকর্ষণ এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে মিল না থাকলে কী হয়?
উত্তর: বিজ্ঞাপন দর্শকের মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয়।
৪৬) বিজ্ঞাপনের উদ্দেশ্য কী?
উত্তর: ক্রেতাকে আকৃষ্ট করা এবং পণ্যের বিক্রি বাড়ানো।
৪৭) বিজ্ঞাপনে ছোটো এবং সহজ বাক্যে সরাসরি পণ্যের কথা বলতে হবে কেন?
উত্তর: যাতে প্রথম বাক্যটিই পাঠকের মনে আগ্রহ জাগিয়ে তোলে।
৪৮) বিজ্ঞাপনের চমক কোথায় থাকতে হবে?
উত্তর: শেষ বাক্যে।
৪৯) বিজ্ঞাপন প্রচারের একটি মাধ্যমের নাম লেখো।
উত্তর: পত্রিকা।
৫০) কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে আত্মীয়স্বজন বা পরিচিতজনদের শুভাগমন প্রত্যাশা করে যে পত্র লেখা হয় তাকে কী বলা হয়?
উত্তর: আমন্ত্রণপত্র।
৫১) অনুষ্ঠানের শিরোনাম আমন্ত্রণপত্রের কোথায় থাকতে পারে?
উত্তর: পত্রশীর্ষে।
৫২) সৌম্য, সবিনয় নিবেদন, জনাব, ‘মহাশয়, মহোদয়, মহাত্মন, মান্যবর, সুহৃদ, সুজন ইত্যাদি সম্ভাষণ কোথায় ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর: আমন্ত্রণপত্রে।
৫৩) আমন্ত্রণপত্রের ভাষা কেমন হবে?
উত্তর: সহজ, সরল, সাবলীল ও স্পষ্ট।