ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা: জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

২য় পত্র

ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা

১. রাজা দাহিরের স্ত্রীর নাম কী?

উত্তর: রানীবাঈ।

২. ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘরবলেছেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর: ভারতবর্ষে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষীদের মহামিলন ঘটেছে বলে আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে ‘নৃতত্ত্বের জাদুঘর বলেছেন”। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন অধিবাসী দ্রাবিড় জাতি। পরবর্তীতে আর্য, শক, কুষাণ ও হুনরা ভারতে আসে। এখানে হিন্দু ও মুসলিমদের আধিক্য থাকলেও বৌদ্ধ, খ্রিষ্ট, জৈন, শিখ ইত্যাদি বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বীরা রয়েছেন। পাশাপাশি বিভর ভাষাভাষী লোকজন ও রয়েছেন। বর্তমানে ভারতে ২,০০০ এর বেশি উপভাষা প্রচলিত আছে। ভারতবর্ষে এরুপ জাতি-ধর্ম-ভাষাগত বৈচিত্র্য থাকায় আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে “নৃ-তত্ত্বের জাদুঘর বলেছেন”।

৩. ‘শাহনামামহাকাব্যের রচয়িতা কে ছিলেন?

উত্তর: মহাকবি আবুল কাসেম ফেরদৌসি।

৪. আল বিরুনীর পরিচয় দাও।

উত্তর: মধ্যযুগের বিখ্যাত একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন আবু রায়হান আল বিরুনী। তিনি বিখ্যাত গ্রন্থ ‘কিতাবুল হিন্দ’-এর রচয়িতা। তিনি একইসাথে দর্শন, ভূগোল, ইতিহাস ও জ্যোতিষ শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। ভারতীয় জ্ঞান-বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তিনি লাহোরে এসে বহু বছর জ্ঞান সাধনা করেছিলেন।

৫. ‘জাহান সুজকার উপাধি?

উত্তর: আলাউদ্দিন হোসেনের।

৬. সতীদাহ প্রথা কী? ব্যাখ্যা কর

উত্তর: প্রাচীন হিন্দু সমাজে কোন পুরুষ মারা গেলে তার চিতায় একইসাথে তার বিধবা স্ত্রীকে জীবিত পোড়ানোই সতীদাহ প্রথা।

প্রাচীনকালে হিন্দু মহিলারা তার স্বামীর প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য স্বামী মারা গেলে স্বেচ্ছায় স্বামীর চিতায় আত্মাহুতি দিতেন। একটা সময় পর এটি ধর্মীয় রীতিতে পরিণত হয়। তখন ধর্মের দোহাই দিয়ে অনেক বিধবা নারীকে জোর করে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এটিই সতীদাহ প্রথা।

৭. গজনী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: গজনি বংশের প্রতিষ্ঠাতা হলেন সবুক্তগীন।

৮. তরাইলের প্রথম যুদ্ধ কেন হয়েছিল? ব্যাখ্যা কর।

উত্তর: সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিলুপ ধন-ঐশ্বর্য সংগ্রহ করা। গজনি সুলতান মাহমুদ ১০০০-১০২৬ খ্রি. পর্যন্ত মোট ১৭ বার ভারতে অভিযান পরিচালনা করেন। সুষ্ঠুভাবে শাসন কাজ পরিচালনা এবং গজনীকে সমৃদ্ধশালী ও আকর্ষণীয় নগরীতে পরিণত করাই ছিল সুলতান মাহমুদের উদ্দেশ্য। এছাড়া সমরনায়ক হিসেবে একটি বিশাল সেনাবাহিনীর পোষণের জন্য তার অনেক অর্থের দরকার ছিল। ফলে ধন-ঐশ্বর্যে পরিপূর্ণ ভারতীয় উপমহাদেশে ১৭ বার তিনি অভিযান পরিচালনা করেন।

৯. ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কেন?

উত্তর: কুতুবউদ্দিন আইবেক ভারতের স্বাধীন মুসলিম শাসক প্রতিষ্ঠাতা করেন।

১0. আরবদের সিন্ধু বিজয়ের কারণ কি?

উত্তর: আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারন ছিলো সিন্ধুর জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুট। এছাড়া বিভায়ের পেছনে অনেক পরোক্ষ কারণ ছিল। আরদের সিন্ধু বিজয় ছিল উমাইয়াদের সম্প্রসারণবাদ রাজ্যবিস্তার নীতির অংশ। রাজ্য বিস্তারে স্বাভাবিক আকাঙ্ক্ষা তাদের সিন্ধু বিজয়ের প্ররোচিত করে। এছাড়া এছাড়াও এর পেছনে ভারতের ধন-সম্পদ লাভের আকাঙ্ক্ষা, সীমান্তে নিরাপত্তা বিধান সিন্ধু রাজা দাহিরের আরব বিদ্রোহীদের আশ্রয় দান প্রভৃতি কারণও ছিলো। তবে প্রত্যক্ষ কারণটি হলো সিন্ধু দেবল বন্দরে জলদস্যু কর্তৃক মুসলমানের ৮টি জাহাজ লুট। হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজা দাহিরের কাছে লুট হওয়া জাহাজের ক্ষতিপূরণ দাবি করে। পূরণ দিতে রাজা দাহির অস্বীকার করলে আরবারা সিন্ধুতে অভিযা পরিচালনা করে।

১১. সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?

উত্তর: ভারতের গুজরাটের কাবিওয়াডের পশ্চিম উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত।

১২. সিন্ধু বিজয় এর প্রকৃত কারণ কি? ব্যাখ্যা কর।

উত্তর: হাজ্জাজ বিন ইউসুফ সিংহলরাজের প্রেরিত আটটি হাজাজ সিন্ধু দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা লুট হওয়াই ছিলো আবরদের প্রত্যক্ষ কারণ সিংহলরাজার আনুগত্য নির্দশস্বরূপ আটটি জাহাজে করে খলিফা ওয়ালিদ ও হাজ্জাজ বিন ইউসুফের কাছে উপটৌকন প্রেরণ করেন।কিন্তু সেগুলা সিন্ধু দেবল বন্দরে লুট হলে হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে এগুলার ক্ষতিপূরন দাবি করেন। রাজা দাহির তা দিতে অস্বীকার জানান।ফলে তিনি তাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য খলিফার অনুমতি নিয়ে ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুতে অভিযান পরিচালনা করেন।

১৩. আরবদের সিন্ধু বিজয়ী বীরের নাম ক?

উত্তর: আরবদের সিন্ধু বিজয়ী বিরের নাম মুহাম্মদ বিন কাসিম।

১৪. রাজা দাহীরের স্ত্রী জওহর ব্রত পালন করেন কেন? ব্যাখ্যা দাও।

উত্তর: রাজা দাহিরের স্ত্রী ‘জওহরব্রত’ পালন করেন নিজের সম্মান রক্ষা করার জন্য। প্রাচীনকালে হিন্দু নারীরা আত্মসম্মানের পরিচয় দেওয়ার জন্য ‘জওহরব্রত’ পালন করতেন। ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী ও দাহিরের বাহিনীর চূড়ান্ত শক্তির পরীক্ষা হয়। যুদ্ধে রাজা দাহির পরাজিত ও নিহত হন। মুসলিম বাহিনীর হাতে রাওয়ার দুর্গের পতন ঘটলে দাহিরের স্ত্রী প্রাসাদের অন্য নারীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জওহরব্রত পালন করেন।

১৫. সুলতান মাহমুদ কোথাকার সুলতান ছিলেন?

উত্তর: সুলতান মাহমুদ গজনির সুলতান ছিলেন।

১৬. সুলতান মাহমুদ সোমনাথ মন্দির বিজয়ের ইতিহাসে বিখ্যাত কেন?

উত্তর: প্রবল বাঁধা সত্বেও সোমনাথ মন্দির বিজয়ের মাধ্যমে সুলতান মাহমুদ প্রচুর ধন সম্পদ আহরণ করেন। তাই এই তার এই অভিযানটি ইতিহাসে বিখ্যাত। ভারতের গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দিরটি ছিল প্রভূত ধনৈশ্বর্যে পরিপূর্ণ। স্থানীয় মানুষ এবং পুরোহিতদের প্রবল বাধা সত্ত্বেও সুলতান মাহমুদ ১০২৬ খ্রিষ্টাব্দে মন্দিরটি আক্রমণ করে জয় লাভ করেন। এই মন্দির থেকে তিনি দুই কোটিরও বেশি স্বর্ণমুদ্রা ও বিগ্রহাদির অলংকার থেকে দু’শ মণ মূল্যবান মণিমুক্ত নিয়ে নিজ দেশে ফিরে যান। এই অবিশ্বাস্য সাফল্যের জন্যই তার এই অভিযানটি ইতিহাসে বিখ্যাত।

১৭. পৃথ্বিরাজ কোন বংশের রাজা ছিলেন?

উত্তর: পৃথ্বীরাজ চৌহান বংশের রাজা ছিলেন।

১৮. রাজা পৃথ্বীরাজের সাথে রাজা জয়চন্দ্রের দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা কর।

উত্তর: রাজা পৃথ্বীরাজের সাথে রাজা জয়চাদের দ্বন্দ্বের কারণ হলো জয়চাদের মেয়ে সংযুক্তা।

দিল্লি ও আজিমের শাসক ছিলেন চৌহান বংশের রাজপুত্র রাজা পৃথ্বীরাজ। আর কনৌজ রাজ্যের রাজা ছিলেন জয়চাদ। পৃথ্বীরাজের অসাধারণ বীরত্বের কথা শুনে জয়চাদের মেয়ে সংযুক্ত তার প্রেমে পড়ে। কিন্তু রাজা তাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না। তুমি রাজকন্যার জন্য এক বিশাল রাজকীয় যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞের থেকে রাজা পৃথ্বীরাজ সংযুক্তাকে নিয়ে যান। এই কারণে রাজা পৃথ্বীরাজের সাথে রাজা জয়চাচের দ্বন্দ্ব শুরু হয়।

১৯. মোহাম্মদ বিন কাসিম এর মৃত্যুর প্রকৃত কারণ ব্যাখ্যা কর।

উত্তর: খলিফা সুলায়মানের ব্যক্তিগত আক্রোশই ছিল খলিফা মোহাম্মদ বিন কাসেম এর মৃত্যুর প্রকৃত কারণ।

মোহাম্মদ বিন কাসেমের মৃত্যুর কারন হিসেবে রাজাদারিয়ার কন্যা সূর্য দেবী ও পরিমল দেবীর মিথ্যা অভিযোগকে ধরা হলেও এর কোন ঐতিহাসিক ভিত্তি নেই। মূলত হাজ্জাজ বিন ইউসুফের প্রতি খলিফা সুলাইমান এর ব্যক্তিগত আক্রোশের কারণেই তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করা হয়েছিল।

২০. আলাউদ্দিন হোসেনকে জাহানসুজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর: গজনি রাজ্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারার কারণে আলাউদ্দিন হোসাইন জাহানসুজ উপাধি লাভ করেন।

গজনি সুলতান বাহারাম শাহ গুড় রাজ্যে আক্রমণ করে। তখন কুতুবউদ্দিন ও সাইফুদ্দিন নামে দুইজন শাহজাদাকে তিনি হত্যা করেন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য তৃতীয় শাহাজাদা আলাউদ্দিন হোসেন ১১৫১ খ্রিস্টাব্দে বাহরাম শাহের গজনিতে আক্রমণ করে। এ সময় তিনি সাত দিন এবং সাত রাত ধরে যুদ্ধ চালিয়ে গজনিকে ধ্বংস করেন। তাই আলাউদ্দিন হোসাইন জাহানসুজ উপাধি লাভ করেন।

২১. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম সিন্ধু বিজয় করেন?

উত্তর: মুহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধু বিজয় করেন।

২২. শাহনামা কি? ব্যাখ্যা কর।

উত্তর: শাহনামা মূলত ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে দ্বারা একটি কাব্যগ্রন্থ। পারস্যের মহাকবি আবুল কাশেম ফেরদৌসী এই মহাকাব্য টি রচনা করেছিলেন। গজনির সুলতান মাহমুদের অনুরোধে আবুল কাশেম ফেরদৌসী ৩০ বছর ধরে এই মহাকাব্যটি রচনা করেন। মহা কাব্যটিতে রয়েছে প্রায় ষাট হাজার শ্লোক। এতে ৯৯০ টি অধ্যায় ও ৬২টি কাহিনী রয়েছে।

২৩. মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম কী?

উত্তর: মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম মুইজউদ্দীন মুহাম্মদ বিন সাম।

২৪. কিতাব আল হিন্দ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: কিতাব আল হিন্দ গ্রন্থটির রচয়িতা আল বেরুনি।

২৫. মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম কী?

উত্তর: মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম মুইজউদ্দিন মুহাম্মদ-বিন-সাম ।

২৬. কত খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেন?

উত্তর: ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন।

২৭. হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?

উত্তর: হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় (ইরাক) শাসনকর্তা

২৮. মুহাম্মদ ঘুরির অভিযানের প্রাক্কালে কনৌজের অবস্থা কেমন ছিল?

উত্তর: মুহাম্মদ ঘুরির অভিযানের প্রাক্কালে কনৌজ ছিল ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য।

কনৌজ রাজ্যের অধিকার ও নিয়ন্ত্রণকে উত্তর ভারতের রাজারা অনেক গৌরবজনক বলে মনে করতেন। এ রাজ্যে যশোবর্মন নামে একজন পরাক্রমশালী রাজা ছিলেন। তিনি তার রাজ্যসীমা উত্তর হিমালয় থেকে দক্ষিণে নর্দমা এবং দক্ষিণ-পশ্চিমে থানেশ্বর পর্যন্ত বিস্তৃত করেন। তিনি সিন্ধুরাজ দাহিরের সমসাময়িক ছিলেন। এ রাজ্যের রাজপুত্র শাসকগোষ্ঠী গহরওয়াল বংশ প্রতিবেশী দিল্লি ও আজমির রাজ্যের চৌহান রাজপুতদের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল ।

২৯. মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরির পরিচয় দাও ।

উত্তর: মুইজউদ্দিন মুহম্মদ ঘুরি ছিলেন ঘুরি রাজবংশের একজন শাসক এবং ভারতে স্থায়ী মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা । মুহম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম। তবে তিনি শিহাবউদ্দিন মুহাম্মদ ঘুরি বা মুহাম্মদ ঘুরি নামেই সমধিক পরিচিত । তার । সাম্রাজ্যের কেন্দ্র ছিল বর্তমান আফগানিস্তানের ঘুর প্রদেশ। মুহাম্মদ ঘুরি অনন্যসাধারণ সমর প্রতিভাধর ও ক্ষমতাবান শাসক ছিলেন। তার মধ্যে প্রবল উচ্চাকাঙ্ক্ষা থাকলেও বড় ভাই গিয়াসউদ্দিনের প্রতি তার প্রবল আনুগত্য ছিল। তাই ভাইয়ের জীবদ্দশায় গজনির শাসনকর্তার পদ লাভেই তিনি সন্তুষ্ট থাকেন। ১২০৩ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিনের মৃত্যু হলে তিনি ঘুর সিংহাসনে অধিষ্ঠিত হোন। অবশ্য গজনির শাসনকর্তা থাকা অবস্থায়ই তিনি রাজ্যজয়ে মনোনিবেশ করেন এবং ভারতে অভিযান শুরু করেন। ১১৯২ সালে পৃথ্বিরাজকে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেন। সংগত কারণেই ইতিহাসবিদরা তাকে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠার মর্যাদা দেন ।

৩০. নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল?

উত্তর: নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের মধ্য রাজ্যে অবস্থিত ছিল।

৩১. সিন্ধুর রাজা দাহির সম্পর্কে কী জানো?

উত্তর: রাজা দাহির ছিলেন সিন্ধু রাজ্যের শাসক। সপ্তম শতাব্দীতে সিন্ধু ছিল ভারতের অন্যতম এক শক্তিশালী ও ক্ষমতাধর রাজ্য। এ রাজ্যের রাজা ছিলেন দাহির। শাসক হিসেবে তিনি ছিলেন অজনপ্রিয় ও প্রজাপীড়ক। তার কুশাসনে সিন্ধু রাজ্যটি সামরিক এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল।

৩২. সুলতান মাহমুদের পিতার নাম কী?

উত্তর: সুলতান মাহমুদের পিতার নাম সবুক্তগীন ।

৩৩. আবুল কাশেম ফেরদৌসি সম্পর্কে কী জানো?

উত্তর: আবুল কাশেম ফেরদৌসি ছিল সুলতান মাহমুদের একজন সভাকবি ।

ফেরদৌসি ৯৪০ খ্রিষ্টাব্দে ইরানের তুস শহরে জন্মগ্রহণ করেন। ফেরদৌসির আসল নাম ‘আল-আমির আল-হাকিম আবুল কাশেম মনসুর ইবনে আল হাসান আল-ফেরদৌসি আল-তুসি । তিনি ৯৭৭ থেকে ১০১০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে মহাকাব্য শাহনামা রচনা করেন। ষাট হাজার শ্লোক সংবলিত এ মহাকাব্যে ৯৯০টি অধ্যায়ে ৬২টি কাহিনি রয়েছে। শাহনামাতে ইরানের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এটি একমাত্র মহাকাব্য যা সাক্ষী হয়ে আছে একটি নির্দিষ্ট সভ্যতা ও সংস্কৃতির। ফেরদৌসি ১০২০ খ্রিষ্টাব্দে ইরানে মারা যান ।

৩৪. মুসলমানদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন?

উত্তর: মুসলমানদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা ছিলেন দাহির।

৩৫. মুহাম্মদ বিন কাসিম কে ছিলেন? তার সম্পর্কে ব্যাখ্যা করো।

উত্তর: মুহাম্মদ বিন কাসিম ছিলেন সিন্ধু ও মুলতান বিজয়ী মুসলিম সেনাপতি।

মুহাম্মদ বিন কাসিম খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের স্বীয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা ছিলেন। তিনি ৭১২ খ্রিষ্টাব্দে মাত্র সতেরো বছর বয়সে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু অধিকার করেন এবং ৭১৩ খ্রিষ্টাব্দে সিন্ধুর শেষ উৎস মুলতান বিজয় করেন। মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু ও মুলতানে মুসলমানদের আধিপত্য প্রায় দেড়শ বছর স্থায়ী হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, এই দিগ্বিজয়ী বীরকে খলিফার নির্দেশেই রাজধানী দামেস্কে এনে নির্মমভাবে হত্যা করা হয়।

৩৬. ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো।

উত্তর: ভারতবর্ষ এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে অবস্থিত।

ভৌগোলিক দিক থেকে ভারতবর্ষ একটি বিচিত্র অঞ্চল। এর উত্তর, উত্তর পশ্চিম ও উত্তর-পূর্ব দিকে হিমালয় পর্বত, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে ব্রহ্মাদেশ (মিয়ানমার), পশ্চিমে আরব সাগর অবস্থিত। বর্তমান বাংলাদেশ। ভারত

ও পাকিস্তান এর অন্তর্ভুক্ত। ভারতবর্ষের কেন্দ্রস্থলে অবস্থিত বিশ্বা পর্বত দেশটিকে দুটি অসমান ভাগে বিভক্ত করেছে। বিন্ধ্য পর্বতের উত্তর অংশ ‘আর্যাবর্ত’ বা উত্তর ভারত এবং দক্ষিণাংশ ‘দাক্ষিণাত্য’ নামে পরিচিত।

৩৭. সিন্ধু বিজয়ের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো।

উত্তর: আরবদের সিন্ধু অভিযানের অন্যতম কারণ ছিল ধন-সম্পদ আহরণ করা।

কৃষিপ্রধান দেশ হলেও ভারতবর্ষ ছিল অঢেল প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যের অধিকারী। প্রাচীনকাল হতেই আরবদের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল। আরব বণিকগণ তখনকার ভারতের ধনসম্পদ সম্পর্কে অবহিত ছিলেন। নতুন অঞ্চল জয়ের মাধ্যমে গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) লাভ করা তাদের পেশা ও নেশায় পরিণত হয়েছিল। আর এ কারণেই বলা হয়ে তাকে আরবরা অর্থনৈতিক কারণে ভারতবর্ষে অভিযান প্রেরণ করেছিল।

৩৮. সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল এবং কেন?

উত্তর: সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিপুল ধন-ঐশ্বর্য সংগ্রহ করা।

গজনির সুলতান মাহমুদ ১০০০-১০২৬ খ্রি. পর্যন্ত মোট ১৭ বার ভারতে অভিযান পরিচালনা করেন । সুষ্ঠুভাবে শাসনকাজ পরিচালনা এবং গজনিকে সমৃদ্ধশালী ও আকর্ষণীয় নগরীতে পরিণত করাই ছিল সুলতান মাহমুদের উদ্দেশ্য। এছাড়া সমরনায়ক হিসেবে একটি বিশাল সেনাবাহিনী পোষণের জন্য তার অনেক অর্থের দরকার ছিল। ফলে ধন-ঐশ্বর্যে পরিপূর্ণ ভারতীয় উপমহাদেশে তিনি ১৭ বার অভিযান পরিচালনা করেন। আর ভারত থেকে সংগৃহীত অর্থ তিনি গজনির উন্নতিতে ব্যয় করেন। অর্থাৎ মূলত অর্থনৈতিক উদ্দেশ্যেই সুলতান মাহমুদ ভারতে বার বার অভিযান পরিচালনা করেন।

Visited ২৩ times, ১ visit(s) today

Views: 6

Leave A Reply

Your email address will not be published.