বুঝে পড়ি লিখতে শিখি
বাংলা
৭ম শ্রেণি
এক কথায় উত্তর:
১) সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয় কোন পেশার মাধ্যমে?
উত্তর: অধ্যাপনা।
২) পিরামিড তৈরিতে কত টুকরা পাথর প্রয়োজন হয়েছিল?
উত্তর: ২৩ লক্ষ।
৩) ছক বা সারণিতে যেসব সংখ্যা বা বিষয় থাকে তাকে কী বলে?
উত্তর: উপাত্ত।
৪) বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে যেসব রচনা লেখা হয় তাকে কী বলে?
উত্তর: বিশ্লেষণমূলক লেখা।
৫) কোন ধরনের লেখায় অনুচ্ছেদের সংখ্যা কম বা বেশি হতে পারে?
উত্তর: বিবরণমূলক লেখায়।
৬) মানুষের তৈরি পুরোনো কোনো স্থাপত্য নিদর্শনকে কী বলা হয়?
উত্তর: পুরাকীর্তি।
৭) কারা আগের দিনে সোনার অলংকার পরত?
উত্তর: ধনীরা।
৮) প্রাচীনকালে ধনী লোকেরা কীসের খেলা দেখত?
উত্তর: ঘোড়া ও হাতির।
৯) আশ্চর্য প্রকাশ করতে হলে আমরা কোন যতিচিহ্ন ব্যবহার করি?
উত্তর: আশ্চর্যবোধক (!) চিহ্ন।
১০) চিঠি কোন ধরনের লেখা?
উত্তর: প্রায়োগিক লেখা।
বুঝে পড়ি লিখতে শিখি
১১) ‘বিপুলা পৃথিবী’ বইটির লেখক কে?
উত্তর: আনিসুজ্জামান
১২) সাধারণ লোকজন সেকালে কীসের পাত্রে রান্নাবান্না করত?
উত্তর: মাটির।
১৩) কারা আগেকার দিনে জুতা ব্যবহার করত?
উত্তর: যোদ্ধা বা পাহারাদাররা।
১৪) বিবরণমূলক লেখায় কোন ব্যাপারটি মুখ্য নয়?
উত্তর: আবেগ প্রকাশ।
১৫) সেকালে শুঁটকির চল কোন অঞ্চলে বেশি ছিল?
উত্তর: দক্ষিণাঞ্চলে।
১৬) চিঠির কোন অংশ গুছিয়ে সহজ ভাষায় লিখতে হবে?
উত্তর: বক্তব্য।
১৭) বিবরণমূলক রচনায় শিরোনাম দিতে হয় কী অনুযায়ী?
উত্তর: বিষয় অনুযায়ী।
১৮) সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯০৪ সালে।
১৯) ‘রোজনামচা’ কোথায় লিখে রাখলে তা পরবর্তী সময়ে কাজে লাগতে পারে?
উত্তর: খাতায় বা ডায়ারিতে।
২০) আগের দিনের ধুতি ও শাড়ির মধ্যে কী মিল ছিল?
উত্তর: বহরে ছোটো।
বুঝে পড়ি লিখতে শিখি
২১) ভ্রমণকাহিনি কোন লেখকের রচনার একটি বড়ো অংশ?
উত্তর: সৈয়দ মুজতবা আলী।
২২) সাধারণ মানুষরা জুতার পরিবর্তে কী ব্যবহার করত?
উত্তর: খড়ম।
২৩) অন্যদেশে আশ্রয় নেওয়া মানুষকে কী বলে?
উত্তর: শরণার্থী।
২৪) আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯৩৭ সালে।
২৫) রাজা সেনকাওরা নির্মিত পিরামিডের উচ্চতা কত?
উত্তর: ২১০ ফুট।
২৬) চিঠি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা?
উত্তর: মুক্তিযুদ্ধের সময়ে।
২৭) তারিখ এবং জায়গার নাম চিঠির কোথায় লিখতে হয়?
উত্তর: শুরুতে।
২৮) রাজা খাফরা কত খ্রিষ্টপূর্বাব্দে পিরামিড নির্মাণ করেন?
উত্তর: ৪৬০০ খ্রিষ্টপূর্বাব্দে।
২৯) কারা বাঙালিদের মধ্যে উঁচু করে ‘ঘোড়াচূড়’ বাঁধত?
উত্তর: মেয়েরা।
৩০) রাজা খুফু নির্মিত পিরামিডের উচ্চতা কত?
উত্তর: ৪৮১ ফুট।
বুঝে পড়ি লিখতে শিখি
৩১) কারা মখমলের কাপড় পরত?
উত্তর: মেয়েরা।
৩২) ‘পালিশ পলেস্তারা’ শব্দের অর্থ কী?
উত্তর: মসৃণ প্রলেপ।
৩৩) একসময় দূরবর্তী যোগাযোগের প্রধান উপায় কী ছিল?
উত্তর: চিঠি।
৩৪) সবচেয়ে বড়ো পিরামিড বানাতে এক লক্ষ লোকের কত বছর সময় লেগেছিল?
উত্তর: ২০ বছর।
৩৫) ‘কত কাল ধরে’ লেখক কীসের পরিচয় দিয়েছেন?
উত্তর: সংস্কৃতির।
৩৬) উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে কী পাওয়া যায়?
উত্তর: তথ্য।
৩৭) পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ কী?
উত্তর: পিরামিড।
৩৮) স্থান, বস্তু, বিষয় ইত্যাদির বিবরণ দেওয়া হয় যে ধরনের রচনায় তাকে কী বলে?
উত্তর: বিবরণমূলক লেখা।
৩৯) প্রাচীনকালে কোন চালের ভাতের কদর বেশি ছিল?
উত্তর: সরু সাদা চালের।
৪০) খামের উপরে বাম পাশে কী লিখতে হয়?
উত্তর: প্রেরকের নাম-ঠিকানা।
বুঝে পড়ি লিখতে শিখি
৪১) কোনো বস্তু, বিষয় বা ঘটনার বিবরণ থাকে কোন লেখায়?
উত্তর: বিবরণমূলক।
৪২) চিঠি শুরু করতে হয় কী দিয়ে?
উত্তর: সম্বোধন দিয়ে।
৪৩) পিরামিড পৃথিবীর কোন আশ্চর্যের অন্যতম একটি?
উত্তর: সপ্তাশ্চর্যের।
৪৪) বাহুতে পরার অলংকারকে কী বলে?
উত্তর: তাগা।
৪৫) প্রাপকের নাম-ঠিকানা কোথায় লিখতে হয়?
উত্তর: খামের উপরে ডান পাশে।
৪৬) চিঠি সাধারণত কীসে ভরে পাঠানো হয়?
উত্তর: খামে ভরে।
৪৭) পদ্মফুলের বোঁটাকে কী বলে?
উত্তর: পদ্মবৃন্ত।
৪৯) ‘কত কাল ধরে’ রচনাটি কী ধরনের রচনা?
উত্তর: বিশ্লেষণমূলক রচনা।