বাগধারা ও বাগবিধি কুইজ Examচাকরির প্রস্তুতিবাংলা বাগধারা ও বাগবিধি /25 বাগধারা ও বাগবিধি কুইজ 1 / 25 ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী? পরমুখাপেক্ষী নিতান্ত অলস আরামপ্রিয় উদাসীন 2 / 25 ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ- কাল্পনিক বস্তু মুরগি পুরাণোক্ত পাখি গোমড়ামুখো লোক 3 / 25 ‘হাত-ভারি’ বাগধারার অর্থ- কম খরচে দাতা দরিদ্র কৃপণ 4 / 25 ‘শকুনি মামা’ -এর অর্থ কী? কুৎসিত মামা সৎ মামা পাতানো মামা কুচক্রী লোক 5 / 25 ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী? মোসাহেব কপট ব্যক্তি হতভাগ্য ঘনিষ্ঠ সম্পর্ক 6 / 25 ‘খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো- তোষামোদকারী সৎ ব্যক্তি নিঃস্ব ব্যক্তি খুব অনুগত ব্যক্তি 7 / 25 ‘কালকুট’ শব্দের অর্থ কী? ইন্ধনদাতা কুটিল চরিত্র সম্পন্ন চক্রান্তকারী তীব্র বিষ 8 / 25 ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো- পাকা আম কপটচারী কপটহীন ব্যক্তি ভণ্ডসাধু 9 / 25 ‘আক্কেল সেলামী’- এ বাগধারার অর্থ- দুষ্পাপ্য সামগ্রী ভালো কাজের স্বীকৃতি খারাপ কাজের জন্য তিরষ্কার বোকামির দন্ড 10 / 25 ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী? নিরেট বোকা নিষ্ক্রিয় দর্শক মুর্খ অপদার্থ 11 / 25 ‘গড্ডালিকা প্রবাহ’- এর অর্থ কী? স্বেচ্ছায় প্রবাহিত হওয়া অনুকরণ বিমুখতা অনুকরণ প্রিয় অন্ধ অনুকরণ 12 / 25 ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী? চির অশান্তি সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো অরাজক দেশ অনিষ্টে ইষ্ট লাভ 13 / 25 ‘অর্ধচন্দ্র’ -এর অর্থ- কাস্তে গলা ধাক্কা দেওয়া অমাবস্যা দ্বিতীয়ত 14 / 25 কাকভুষণ্ডির অর্থ কী? দীর্ঘায়ু ব্যক্তি ষড়যন্ত্রকারী দীর্ঘ প্রতিক্ষমান বাক সর্বস্ব 15 / 25 ‘ব্যাঙের সর্দি’ বাগধারাটির অর্থ কী? অসম্ভব ঘটনা সম্ভাব্য ঘটনা প্রতারণা রোগ বিশেষ 16 / 25 ‘দুধের মাছি’ বাগধারাটির সঠিক অর্থ- সুসময়ের বন্ধু শত্রু শ্রমবিমুখ কপট ব্যক্তিত্ব 17 / 25 ‘ইঁদুর কপালে’ -এর বিপরীতার্থক বাগধারা কোনটি? অদৃষ্টের পরিহাস চাঁদের হাট একাদশে বৃহস্পতি কেউকেটা 18 / 25 নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? সুখের পায়রা শরতের শিশির লক্ষ্মীর বরযাত্রী দুধের মাছি 19 / 25 ‘হাতির পাঁচ পা দেখা’-এ বাগধারার অর্থ- ভুল দেখা গর্বে আনন্দিত হওয়া অবাক হওয়া অহংকার বোধ করা 20 / 25 ‘ঘাটের মরা’- বাগধারাটির অর্থ- অতি বৃদ্ধ ফেলনা দুর্বল সদ্য মৃত 21 / 25 ‘বিষ নেই তার কুলোপনা চক্কর’ -বাগধারাটির সঠিক অর্থ কোনটি? অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন অন্তঃসার শূন্য অবস্থা যার কোনো প্রকার ক্ষমতা নেই ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ 22 / 25 ঠোঁট কাটা বলতে কী বোঝায়? অহংকারী মিথ্যাবাদী পক্ষপাতদুষ্ট স্পষ্টভাষী 23 / 25 ‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কী? প্রিয়জন সমাগম গণ্যমান্যদের সমাগম বন্ধুদের সমাগম আত্নীয় সমাগম 24 / 25 ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ- আসন্ন বিপদ তীরে পৌঁছার ঝক্কি সঞ্চয়ের প্রবৃত্তি মুমূর্ষ অবস্থা 25 / 25 ‘যার কোন মূল্য নেই’ -এর সমার্থক বাগধারা কোনটি? তুলসী বনের বাঘ কাঠের পুতুল ডাকা বুকো ঢাকের বায়া Your score isThe average score is 62% 0% পুনরায় শুরু করুন Visited ৯২ times, ২ visit(s) today Post Views: ৭১ 0 Share