বাইনারি সংখ্যা পদ্ধতি
গণিত
অষ্টম শ্রেণি
১) বাইনারি ডিজিট কি কি?
উত্তর: 0 ও 1
২) বাইনারি ডিজিট কতটি?
উত্তর: দুইটি।
৩) দশভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট কতটি?
উত্তর: ১০টি
৪) বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি কত?
উত্তর: ২
৫) বিট এর পূর্ণরূপ কি?
উত্তর: Binary Digit
৬) পূর্ণাংশ ও ভগ্নাংশকে যে পয়েন্ট আলাদা করে তাকে কি বলে?
উত্তর: র্যাডিক্স পয়েন্ট
৭) 11010 এর LSB কত?
৮) চারটি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি প্রকাশ করা যায়?
উত্তর: 1111
৯) (38)10 কে বাইনারিতে প্রকাশ করো।
উত্তর: (100110)2
১০) র্যাডিক্স পয়েন্টের ঠিক পরবর্তী ডিজিটটিকে কি বলা হয়?
উত্তর: MSB
১১) (101)10 কে বাইনারিতে প্রকাশ করো।
উত্তর: (1100101)2
১২) (0.125)10 এর বাইনারি রূপ কত?
উত্তর: (0.001)2
১৩) (1001101)2 এর দশভিত্তিক সংখ্যায় প্রকাশ কি হবে?
উত্তর: (77)10
১৪) যোগ করো: (110011)2 + (101010)2
উত্তর: (1011101)2
১৫) 52336 এর 9 পূরক সংখ্যা কত?
উত্তর: 47663
১৬) 11379 এর 10 পূরক সংখ্যা কত?
উত্তর: 88621
১৭) 111011 এর। পূরক সংখ্যা কত?
উত্তর: 100
১৮) (110)2 এর সাথে (101)2 গুণ করলে গুণফল কত?
উত্তর: (11110)2
১৯) (101110)2 এর MSB এর স্থানীয় মান দশমিকে কত?
উত্তর: 32
২০) (100010)2 এর 2 পূরক সংখ্যা কত?
উত্তর: (11110)2
২১) (111.1011)2 কে দশমিকে প্রকাশ করলে কি পাওয়া যাবে?
উত্তর: (7.6875)10
২২) (32.79)10 ও (107.96)10 এর যোগফলের বাইনারিতে মান কত?
উত্তর: (10001100.11)2
২৩) (100010100)2 কে (10111)2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর: (1100)2
২৪) (10001.1101)2 ও (1100.0001)2 এর গুণফলের দশমিকে মান কত?
উত্তর: 214.86 (প্রায়)
২৫) 10101, 11001, 1111, 10111 সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে লিখলে কি পাওয়া যায়?
উত্তর: 11001 >10111>10101>1111
২৬) বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা কে?
উত্তর: গটফ্রিড ভিলহেল্ম লিবনিজ।
২৭) কে সর্বপ্রথম দশভিত্তিক সংখ্যাকে 0 ও 1 দ্বারা প্রকাশ করেন?
উত্তর: গটফ্রিড ভিলহেল্ম লিবনিজ।
২৮) “The mathematical Analysis of Logic” পুস্তিকাটি কার লেখা?
উত্তর: জর্জ বুল।
২৯) কে সর্বপ্রথম 0 ও 1 কে মিথ্যা ও সত্যের মাধ্যমে প্রকাশ করেন?
উত্তর: জর্জ বুল।
৩০) বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়?
উত্তর: 2টি।
৩১) কম্পিউটার কোন পদ্ধতিতে যোগ-বিয়োগ করে?
উত্তর: বাইনারি সংখ্যা পদ্ধতিতে।
৩২) দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি ডিজিট রয়েছে?
উত্তর: ১০টি।
৩৩) দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
উত্তর: ১০।
৩৪) বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট কতটি ডিজিট রয়েছে?
উত্তর: ২টি।
৩৫) বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
উত্তর: 2।
৩৬) একটি সংখ্যার কতটি অংশ থাকতে পারে?
উত্তর: দুইটি।
৩৭) কোনো সংখ্যার পূর্ণাংশ ও ভগ্নাংশকে পৃথক করা হয় কোন চিহ্ন দ্বারা?
উত্তর: Radix Point.
৩৮) সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয়মান ধারণকারী ডিজটিকে কী বলে?
উত্তর: Most Significatn digit.
৩৯) সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার সর্বনিম্ন স্থানীয়মান – ধারনকারী ডিজিটকে কী বলে?
উত্তর: Least Significant digit.
৪০) বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে কী বলা হয়?
উত্তর: বিট (bit)।
৪১) কোন সংখ্যা পদ্ধতি যন্ত্রে ব্যবহৃত হয়?
উত্তর: বাইনারি সংখ্যপদ্ধতি।
৪২) বিদ্যুতের অনুপস্থিতি বোঝানোর জন্য বাইনারির কোন বিটটি ব্যবহার করা হয়?
উত্তর: শূন্য (0)।
৪৩) বিদ্যুতের উপস্থিতি বোঝানোর জন্য বাইনারির কোন বিটটি ব্যবহৃত হয়?
উত্তর: 1।
৪৪) কোনটি মানুষের ভাষা বা Human language?
উত্তর: দশভিত্তিক সংখ্যা পদ্ধতি।
৪৫) ইলেকট্রনিক যন্ত্র কোন সংখ্যা শনাক্ত করতে পারে?
উত্তর: বাইনারি সংখ্যা।
৪৬) দশভিত্তিক সংখ্যার পূর্ণাংশকে 2 দ্বারা ভাগ করতে থাকলে ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে সাজালে পূর্ণাংশের কী ধরনের মান পাওয়া যায়?
উত্তর: বাইনারি মান।
৪৭) দশভিত্তিক সংখ্যার কোন অংশকে 2 দ্বারা গুণ করতে থাকলে গুণফলের পূর্ণাংশকে উপর থেকে নিচে সাজালে ভগ্নাংশের বাইনারি মানটি পাওয়া যায়?
উত্তর: ভগ্নাংশ।
৪৮) প্রতিটি বিটের স্থানীয় মানকে ঐ বিট দ্বারা গুণ করে গুণফলের সমষ্টি নিলে কী পাওয়া যায়?
উত্তর: দশভিত্তিক সংখ্যা।
৪৯) বাইনারি যোগের ক্ষেত্রে 1 ও 0 যোগ করলে যোগফল কত হয়?
উত্তর: শূন্য।
৫০) 1 ও 0 কে বাইনারি পদ্ধতিতে যোগ করলে হাতে কত রাখতে হয়?
উত্তর: 1।