প্রয়োজন বুঝে যোগাযোগ করি
বিষয়: বাংলা
শ্রেণি: অষ্টম
এক কথায় উত্তর
১) যোগাযোগ কত ধরনের ও কী কী?
উত্তর: দুই ধরনের। যথা: ভাষিক, অভাষিক।
২) ভাষিক যোগাযোগ কত ধরনের ও কী কী?
উত্তর: দুই ধরনের। যথা: মৌখিক যোগাযোগ, লিখিত যোগাযোগ।
৩) কোন যোগাযোগে অঙ্গভঙ্গি, গলার স্বর, তাকানোর ধরন ইত্যাদি দেখার কোনো সুযোগ নেই।
উত্তর: লিখিত যোগাযোগে।
৪) ইশারা কোন ধরনের যোগাযোগ?
উত্তর: ইশারা কোন ধরনের যোগাযোগ?
৫) মূকাভিনয় কোন ধরনের যোগাযোগ?
উত্তর: অভাষিক যোগাযোগ।
৬) ডিজিটাল মাধ্যমের ইমোজি, স্টিকার কোন ধরনের যোগাযোগ?
উত্তর: অভাষিক যোগাযোগ।
৭) ব্রেইল ভাষা কোন ধরনের যোগাযোগ?
উত্তর: লিখিত যোগাযোগ।
৮) কোন যোগাযোগে ধ্বনি ব্যবহার করা হয়?
উত্তর: মৌখিক যোগাযোগে।
৯) সকল যোগাযোগে কয়টি পক্ষ থাকে?
১০) স্থান, কাল ও পাত্রভেদে সৃষ্ট পারিপার্শ্বিক অবস্থা কী?
উত্তর: পরিস্থিতি।
১১) ‘একটি অপরিচিত শিশু পাওয়া গেছে।’- এটি কী?
উত্তর: পরিস্থিতি।
১২) মর্যাদাভেদে সর্বনাম কত প্রকার?
উত্তর: তিন প্রকার
১৩) ‘তুই টেবিল টেনিস খেলিস।’ কোন রূপের সর্বনাম?
উত্তর: ঘনিষ্ঠ রূপের সর্বনাম।
১৪) ‘অপরিচিত শিশু পাওয়ার সংবাদটি প্রচার করে সঠিক স্থানে পৌঁছে দেওয়া।’- এটি কী?
উত্তর: যোগাযোগের উদ্দেশ্য।
১৫) কোনো পরিস্থিতির প্রেক্ষিতে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানিয়ে সমাধানে পৌঁছানোই কী?
উত্তর: যোগাযোগের উদ্দেশ্য।
১৬) ‘আপনি কলম কিনে দিলেন।’ কোন রূপের ক্রিয়া?
১৭) পরিস্থিতি-পরিবেশ বুঝে যোগাযোগ করতে পারা কী?
উত্তর: যোগাযোগের প্রাসঙ্গিকতা।
১৮) ‘অপারেশন কদমতলী’-এর রচয়িতা কে?
উত্তর: রাবেয়া খাতুন।
১৯) ‘মধুমতী’ উপন্যাসটি কার রচিত?
উত্তর: রাবেয়া খাতুনের।
২০) রাবেয়া খাতুন কত সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন?
উত্তর: ২০১৭ সালে।
২১) অপারেশন কদমতলী কোন শ্রেণির গল্প?
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক গল্প।
২২) সহস্রদল কে?
উত্তর: রূপকথার চরিত্র।
২৩) ট্রানজিস্টার কী?
উত্তর: বেতারযন্ত্র।
২৪) পোড়োবাড়ি কী?
উত্তর: পরিত্যক্ত বাড়ি।
২৫) ‘বেগতিক’ অর্থ কী?
উত্তর: উপায়হীন
২৬) যোগাযোগের ক্ষেত্রে কোনটি বিবেচনায় নিতে হয়?
উত্তর: পরিস্থিতি।
২৭) যোগাযোগের ধরন কয়টি?
উত্তর: দুটি।
২৮) কখন প্রসঙ্গকে বিবেচনায় নিতে হয়?
উত্তর: কথা বলার সময়।
২৯) মর্যাদা অনুযায়ী কী ব্যবহারের দিকে খেয়াল রাখতে হয়?
উত্তর: সর্বনাম ও ক্রিয়াশব্দ।
৩০) যোগাযোগের সময় উদ্দেশ্য অনুযায়ী কীসের প্রকাশ যথাযথভাবে করতে হয়?
উত্তর: চিন্তা ও অনুভূতি।
৩১) মৌখিক যোগাযোগের ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ?
উত্তর: অঙ্গভঙ্গি, গলার স্বর, তাকানোর ধরন।
৩২) লিখিত যোগাযোগে কীসের প্রয়োগ গুরুত্বপূর্ণ?
উত্তর: শব্দ ও বাক্য।
৩৩) সকল যোগাযোগে কয়টি পক্ষ থাকে?
উত্তর: দুটি।
৩৪) স্থান, কাল ও পাত্রভেদে সৃষ্ট পারিপার্শ্বিক অবস্থা কী?
উত্তর: পরিস্থিতি।
৩৫) ‘একটি অপরিচিত শিশু পাওয়া গেছে।’- এটি কী?
উত্তর: পরিস্থিতি।
৩৬) মর্যাদাভেদে সর্বনাম কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
৩৭) ‘তুই টেবিল টেনিস খেলিস।’ কোন রূপের সর্বনাম?
উত্তর: ঘনিষ্ঠ রূপের সর্বনাম।
৩৮) অপরিচিত শিশু পাওয়ার সংবাদটি প্রচার করে সঠিক স্থানে পৌছে দেওয়া।’- এটি কী?
উত্তর: যোগাযোগের উদ্দেশ্য।
৩৯) কোনো পরিস্থিতির প্রেক্ষিতে মূল বিষয়টি উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানিয়ে সমাধানে পৌছানোই কী?
উত্তর: যোগাযোগের উদ্দেশ্য।
৪০) ‘আপনি কলম কিনে দিলেন।’ কোন রূপের ক্রিয়া?
উত্তর: মানী রূপের ক্রিয়া।
৪১) পরিস্থিতি-পরিবেশ বুঝে যোগাযোগ করতে পারা কী?
উত্তর: যোগাযোগের প্রাসঙ্গিকতা।
৪২) আবেদনপত্র কী ধরনের যোগাযোগ?
উত্তর: প্রাতিষ্ঠানিক।
৪৩) আবেদনপত্রের শুরুতে কী থাকে?
উত্তর: তারিখ।
৪৪) ‘প্রয়োজন বুঝে যোগাযোগ করি’ অধ্যায়ে শিক্ষার্থীরা কার কাছে আবেদন করেছে?
উত্তর: প্রধান শিক্ষকের কাছে।
৪৫) শিক্ষার্থীরা কেন আবেদন করেছে?
উত্তর: ক্লাসরুমে পাঠাগার তৈরির জন্য।
৪৬) ‘অপারেশন কদমতলী’-এর রচয়িতা কে?
উত্তর: রাবেয়া খাতুন।
৪৭) ‘মধুমতী’ উপন্যাসটি কার রচিত?.
উত্তর: রাবেয়া খাতুন।
৪৮) ‘অপারেশন কদমতলী’ কোন শ্রেণির গল্প?
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক।
৪৯) ‘অপারেশন কদমতলী’ রচনায় রেডিও কোন ধরনের যোগাযোগের মাধ্যম?
উত্তর: মৌখিক।
৫০ ) সহস্রদল কে?
উত্তর: রূপকথার চরিত্র।
৫১) ‘ও দাদি, তোমার হলো কী?’- কে বলেছে?
উত্তর: চন্দন।
৫২) ‘ট্রানজিস্টার’ কী?
উত্তর: বেতারযন্ত্র।
৫৩) বেগতিক’ অর্থ কী?
উত্তর: উপায়হীন।
৫৪) পোড়োবাড়ি কী?
উত্তর: পরিত্যক্ত বাড়ি।
৫৫) রেডিয়াম দেওয়া টেবিল ঘড়িতে শুধু কোন সংখ্যাটা জ্বলজ্বল করছে?
উত্তর: আট।
৫৬) লড়াই শুরু হতে না হতেই কাকে জিপে করে নিয়ে গেল?
উত্তর: ছোটো চাচা।
৫৭) কখন সারা পাড়া নিঝুম হয়ে যায়?
উত্তর: মাগরেবের পর।
৫৮) বনজঙ্গলে মুক্তিসেনারা কী ধরনের যুদ্ধ করছে?
উত্তর: গেরিলা যুদ্ধ।
৫৯) চম্পকদলকে কী হিসেবে পাঠানো হয়েছে?
উত্তর: খাবার।
৬০) রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন গান বাজছে?
উত্তর: ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’।
৬১) কারা বিপদ-আপদ মানুষের আগে বুঝতে পারে?
উত্তর: বোবা জানোয়ার।
৬২) দুশো বিশ নম্বর বাড়ি থেকে কাদেরকে তুলে নিয়ে গেল?
উত্তর: সানু, মানু ও দুলি আপা।
৬৩) পানির অতল থেকে হঠাৎ কয়টি নৌকা উঠে এলো?
উত্তর: তিনটি।
৬৪) চন্দন কোথায় বসে গেন্ডারি খাচ্ছিল?
উত্তর: বারান্দার কোণে।
৬৫) প্রদীপ জ্বালাতে ব্যবহৃত হয় এমন টুকরা কাপড় বা মোটা সুতাকে কী বলে?
উত্তর: ‘সলতে’।
৬৬) কবে সামিয়ার ছোটো বোনের জন্মদিন?
উত্তর: আগামী শুক্রবার।
৬৭) বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তর: ৫ জুন।
৬৮) শিক্ষার্থীদের ব্যানারে লেখা আছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। এটি কোন ধরনের যোগাযোগ?
উত্তর: লিখিত।
৬৯) শিমুর ছোটো ভাইয়ের বয়স কত?
উত্তর: বারো বছর।
৭০) সন্ধ্যার সময় শিমুর বাবা ও চাচা পুলিশ অফিসারের সাথে কথা বলেছেন, এটি কোন ধরনের যোগাযোগ?
উত্তর: মোখিক।