নমুনা প্রশ্ন
প্রথম প্রান্তিক মূল্যায়ন- ২০২৫ খ্রিস্টাব্দ
পঞ্চম শ্রেণি
প্রাথমিক বিজ্ঞান
অধ্যায় ২- পরিবেশ দূষণ
সময়: ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
০১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ (বহুনির্বাচনী) : ১০ × ১ = ১০
(ক) কোনটি পানি দূষণের ফলে হয়?
(ক) শ্রবণ শক্তি হ্রাস (খ) ঘুমে ব্যাঘাত সৃষ্টি
(গ) ডায়রিয়া (ঘ) মাটির উর্বরতা হ্রাস
(খ) কোনটি বায়ু দূষণের কারণ?
(ক) কীটনাশকের ব্যবহার (খ) কলকারখানার ধোঁয়া
(গ) উচ্চ শব্দে গান বাজানো (ঘ) রাসায়নিক পদার্থের মিশ্রণ
(গ) পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি?
(ক) অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা (খ) মোটর গাড়ি ব্যবহার করা
(গ) জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা (ঘ) রিসাইকেল করা
(ঘ) কোন কারণে পরিবেশ দূষিত হচ্ছে?
(ক) জনসংখ্যার স্থিতি (খ) জনসংখ্যার বৃদ্ধি
(গ) জনসংখ্যার হ্রাস (ঘ) জনসংখ্যার ঘাটতি
(ঙ) পরিবেশ দূষণে মনুষ্য সৃষ্ট কারণ নিচের কোনটি?
(ক) নদীতে গোসল করা (খ) বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা
(গ) নদীর উপর ব্রিজ নির্মাণ (ঘ) জমি চাষাবাদ করা
(চ) কোনটি পরিবেশ দূষণের প্রধান উৎস?
(ক) মাটির গাড়ি ব্যবহার (খ) রিসাইকেল করা
(গ) জীবাশ্ম জ্বালানির ব্যবহার (ঘ) কীটনাশকের ব্যবহার
(ছ) জীবাশ্ম জ্বালানি কোনটি?
(ক) কয়লা (খ) মাটি
(গ) সার (ঘ) হীরা
(জ) পরিবেশের বেশিরভাগ দূষণের কারণ কোনটি?
(ক) মানুষের কর্মকাণ্ড (খ) জনসংখ্যা হ্রাস
(গ) কলকারখানার ধোঁয়া (ঘ) মাটির উর্বরতা হ্রাস
(ঝ) উচ্চস্বরে গান বাজালে কোন দূষণ ঘটে?
(ক) পানি দূষণ (খ) মাটি দূষণ
(গ) শব্দ দূষণ (ঘ) বায়ু দূষণ
(ঞ) গ্রামাঞ্চলে কৃষিকাজের জন্য কৃষকেরা নিচের কোনটি ব্যবহার করেন?
(ক) তেল (খ) বালি
(গ) কীটনাশক (ঘ) রাসায়নিক পদার্থ
০২। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখ : ৫ × ২ = ১০
পরিবেশ | কীটনাশক | পরিবেশ সংরক্ষণ | তাপমাত্রা | দুর্গন্ধ |
ক. কৃষিকাজে ব্যবহৃত ……..মাটি দূষণ করে ।
খ. প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা হচ্ছে ……।
গ. প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ ………. ধ্বংস করছে।
ঘ. বায়ু দূষণের ফলে পৃথিবীর ……… ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
ঙ. যেখানে সেখানে মলমূত্র ত্যাগের ফলে বাতাসে …….. ছড়ায়।
০৩। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখ : ৫ × ২ = ১০
(ক) পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে।
(খ) বায়ু দূষণ কলেরা ঘটায় |
(গ) গৃহস্থালির বর্জ্য পানি দূষণ করে।
(ঘ) পরিবেশের দূষণের প্রধান উৎস জীবাশ্ম জ্বালানির ব্যবহার।
(ঙ) বেঁচে থাকার জন্য পরিবেশের দরকার নেই ।
০৪। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখ: ৪×২=৮
বাম পাশ | ডান পাশ |
ক. তাপমাত্রা বৃদ্ধির ফলে | হিমবাজ গলছে। |
খ. শব্দ দূষণ হলে হয় | স্বাস্থের ক্ষতি সাধন করে। |
গ. শ্বাসজনিত রোগের অন্যতম কারণ | ঘুমে ব্যাঘাত। |
ঘ. শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর | বায়ু দূষণ। |
০৫। নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ (যে কোনো ১০টি): ১০ × ৩ = ৩০
(ক) পরিবেশ দূষণ বলতে কী বোঝায়?
(খ) পরিবেশ দূষণের উৎসসমূহ কী?
(গ) পরিবেশ দূষণের তিনটি উৎস লেখো |
(ঘ) পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর উপর নানা ধরনের প্রভাব পড়ে। সেগুলো কী কী?
(ঙ) মাটি দূষণের তিনটি কারণ লেখো ।
(চ) উচ্চস্বরে গান বাজানোর ফলে সৃষ্ট তিনটি সমস্যা লেখো |
(ছ) তুমি কীভাবে শব্দ দূষণ রোধে ভূমিকা রাখতে পার তার তিনটি উপায় লেখো |
(জ) তোমার এলাকার পরিবেশ দূষণমুক্ত রাখতে এলাকাবাসীকে নিয়ে করবে এমন তিনটি কাজের নাম লেখো |
(ঝ) বিদ্যুৎ ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে তোমার তিনটি করণীয় লেখো।
(ঞ) পরিবেশের তিন ধরনের দূষণের নাম লেখো ।
(ট) দূষিত পানি পান করলে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এরকম তিনটি রোগের নাম লেখো
(ঠ) মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন তিনটি জিনিসের নাম লেখো|
০৬। নিচের প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখ (যে কোনো ৪টি) : 4 × ৮ = ৩২
(ক) শব্দ দূষণ কী? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কী?
(খ) মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়?
(গ) পরিবেশ দূষণ কাকে বলে? মাটি ও পানি দূষণের তিনটি করে কারণ লেখা
(ঘ) পরিবেশ সংরক্ষণ কী? পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তিনটি বাক্যে লেখ। পরিবেশ সংরক্ষণে তোমার চারটি করণীয় লেখ
(ঙ) পরিবেশ সংরক্ষণ কী? পরিবেশ দূষণের দুটি প্রভাব লেখ| পরিবেশ সংরক্ষণে তোমার চারটি করণীয় লেখা
(চ) শব্দ দূষণের দুটি কারণ লেখ| হঠাৎ উচ্চ শব্দের কারণে মানবদেহে সৃষ্ট তিনটি প্রভাব লেখ। শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনটি পরামর্শ লেখ ৷