ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি
অষ্টম শ্রেণি
বিষয়: গণিত
এক কথায় উত্তর:
১) নাদিমের বয়স x বছর। সে মনিরের চেয়ে 2 বছরের বড় হলে, মনিরের বয়স কত?
উত্তর: (x – 2) বছর
২) a একক প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের চেয়ে 5 একক বেশি হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
উত্তর: (4a + 10) একক
৩) একটি আয়তাকার ঘনবস্তুর উচ্চতা তার দৈর্ঘ্যের চেয়ে 3 সে.মি. বেশি এবং এর দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 2 সে.মি. বেশি। ঘনবস্তুটির প্রস্থ b সে.মি. হলে, এর আয়তন কত?
উত্তর: b(b + 2)(b + 5) ঘন সে.মি.
৪) x×x×x আকারের একটি ঘনকের আয়তন কত হবে?
উত্তর: x3
৫) a x b x c আকারের কোনো আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে?
উত্তর: 2(ab + bc + ca) বর্গ একক
৬) (x3+1) এর উৎপাদক দুটি কি কি?
উত্তর: (x + 1) এবং (x2 – x + 1)
৭) 6 x 4 আকারের উৎপাদকগুলো কি কি?
উত্তর: (1 x 1), (1 x 2), (1 x 4), (2 x 1), (2 x 2), (2 x 4), (3 x 1), (3 x 2), (3 x 4), (6 x 1), (6 x 2), (6 x 4)
৮) 2 x 3 x 4 আকারের কোনো বক্সে সাজানো ডিমগুলো ছোট ছোট অংশে এমনভাবে ভাগ করা হলো যেন প্রতি অংশের ডিম সংখ্যা সমান হয়। ছোট ছোট অংশগুলো মোট কত আকারে নেওয়া যেতে পারে?
উত্তর: 12
৯) 3x3, 6x2y, 9xy2 এর গসাগু কত?
উত্তর: 3x
১০) 2x3, 3x2y ও 4xy3 এর লসাগু কত?
উত্তর: 12x3y3
১১) (x2 – 1) এবং (x3 + 1) এর গসাগু কত?
উত্তর: (x + 1)
১২) (x2 – 4), (x2 + 3x + 2) এবং (x3 + 27) এর লসাগু কত?
উত্তর: (x2 -4 )(x3 + 27 ) (x + 1)
১৩) a সে.মি. ধারবিশিষ্ট একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য, 3 সে.মি. বৃদ্ধি করা হলে এর আয়তন কত বৃদ্ধি পাবে?
উত্তর: (a + 3)3 – a3 ঘন সে.মি
১৪) 20 একক ধারবিশিষ্ট কোনো ঘনককে প্রতি ধারকে 8 একক, 7 একক এবং 7 একক এই তিনটি দৈর্ঘ্যের খণ্ডে কাটা হলে 8 x 7 x 5 আকারের কতগুলো ঘনবস্তু পাওয়া যাবে?
উত্তর: 6 টি
১৫) 12 সে.মি. প্রস্থবিশিষ্ট আয়তক্ষেত্রের পরিসীমা এমন একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান যার বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের চেয়ে 2 সে.মি. কম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
উত্তর: 16 সে.মি.
ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি
১৬) 8(x5 – x3 + x) এবং 28(x6 + 1) এর গসাগু সর্বাধিক কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য?
উত্তর: 4
১৭) x2 – 2x – 24 ও x2– kx- 6 এর গসাগু (x – 6) হলে k এর মান কত?
উত্তর: 5
১৮) 11 সে.মি. বাহুবিশিষ্ট একটি সুষম ঘনককে 7, 3, 1 আকারের ঘনবস্তুতে ভাগ করা হলো। প্রাপ্ত ঘনকসমূহের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ঘনকের আয়তনের পার্থক্য কত?
উত্তর: 342 ঘন সে.মি.
১৯) 44 সংখ্যাটির উৎপাদকগুলোর মধ্যে পূর্ণঘন কয়টি?
উত্তর: 1
২০) 13 x 13 x 13 আকারের ঘনক তৈরিতে 6 একক, 4 একক ও 3 একক বাহুর সমন্বয় করা হলে প্রাপ্ত আয়তাকার ঘনবস্তুর সংখ্যা কত?
উত্তর: 24টি
২১) (a+b)³ = ?
উত্তর: (a+b)³ = a³+3a2b+3ab² + b³.
২২) a এবং b এর যোগফলের ঘন কত?
উত্তর: (a+b)³.
২৩) প্যাটার্ন কেন প্রয়োজন?
উত্তর: সূত্র তৈরি করতে প্যাটার্ন প্রয়োজন।
২৪) বর্গাকার শোকেসের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর একপাশে 3 একক এবং অপর পার্শ্বে 4 একক রেখে একটি করে কাচের তাক দিলে শোকেসের আয়তন কত হবে?
উত্তর: 343 ঘন একক।
২৫) 2 একক দৈর্ঘ্যের বর্গাকার শোকেসের আয়তন কত?
উত্তর: 8 ঘন একক।
২৬) বর্গাকার শোকেসের মাত্রা কত?
ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি
উত্তর: 3 ।
২৭) এক একক দৈর্ঘ্যের ঘনকের আয়তন কত?
উত্তর: এক ঘন একক।
২৮) আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রম I, w, h হলে, আয়তন কত?
উত্তর: /wh ।
২৯) ঘনকের দৈর্ঘ্য। হলে, আয়তন কত?
উত্তর: I3
৩০) ঘনক ও আয়তাকার ঘনবস্তু কত মাত্রিক?
উত্তর: ত্রিমাত্রিক।
৩১) কোনো রাশিতে দুইটি পদ থাকলে তাকে কী বলে?
উত্তর: দ্বিপদী রাশি।
৩২) একটি দ্বিপদী রাশির দুটি চলক থাকলে কত চলকবিশিষ্ট দ্বিপদী রাশি বলে?
উত্তর: দুই চলকবিশিষ্ট।
৩৩) দৈর্ঘ্য x, প্রস্থ y এর চেয়ে 2 ফুট বেশি হলে দৈর্ঘ্য কত?
উত্তর: x=y+2।
৩৪) দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সংবলিত ত্রিমাত্রিক বস্তুকে কী বলে?
উত্তর: ঘনবস্তু।
৩৫) ত্রিমাত্রিক বস্তুতে অতিরিক্ত কোন মাত্রাটি যোগ হয়?
উত্তর: উচ্চতা।
৩৬) আয়তক্ষেত্র পরিমাপের মাত্রা কয়টি?
উত্তর: কোন জ্যামিতিক ক্ষেত্র আয়তক্ষেত্রের একটি বিশেষ অবস্থা? উত্তর: বর্গক্ষেত্র।
৩৭) আয়তক্ষেত্র কত মাত্রিক আকৃতির বস্তু?
উত্তর: দ্বিমাত্রিক।
৩৮) 4x3, 2x2y ও 6xy2 এর লসাগু ও গসাগুর অনুপাত কত?
উত্তর: 6x2y2 : 1
৩৯) x – 2, x2 – 4 ও xy – 2y রাশিগুলোর সাধারণ উৎপাদক কত?
উত্তর: x – 2
৪০) একটি 18 x 18 x 18 আকারের ঘনককে 9 x 3 x 6 আকারে কাটা হলো। মোট ঘরসংখ্যা কয়টি হবে?
উত্তর: 27টি
৪১) x³, x²y², x²y এর লসাগু কত?
উত্তর: x3y2 ।
৪২) x³, x²y, x²y² এর গসাগু কত?
উত্তর: x2
৪৩) দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদকের গুণফলকে কী বলা হয়?
উত্তর: রাশিগুলোর গ.সা.গু.।
৪৪) (x + y)3 এর মৌলিক উৎপাদক কোনটি?
উত্তর: x+y ।
৪৫) pqr, xyz আকারের ঘনবস্তু এর একটি উৎপাদক হলে, ঘনবস্তুটিকে মোট কতটি সমান ভাগে ভাগ করা যায়?
উত্তর:
ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি
৪৬) a3 + b3 এর একটি উৎপাদক (a² – ab + b²) হলে অন্য উৎপাদকটি কী?
উত্তর: (a + b)।
৪৭) প্রত্যেকটি বীজগাণিতিক রাশির কমপক্ষে কয়টি উৎপাদক আছে?
উত্তর: ২টি।
৪৮) x²-1 এর একটি উৎপাদক (x + 1) হলে অপর উৎপাদকটি কী?
উত্তর: x – । ।
৪৯) একটি সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিকে কী বলে?
উত্তর: উৎপাদক।
৫০) একটি ঘনবস্তুর দৈর্ঘ্য x, প্রস্থ y ও উচ্চতা z হলে, x + y + z কে কী বলা হয়?
উত্তর: ত্রিপদী রাশি।
৫১) x+y+z রাশিকে কী ধরনের ত্রিপদী রাশি বলা হয়?
উত্তর: তিন চলকবিশিষ্ট ত্রিপদী রাশি।
৫২) কোনো রাশিতে তিনটি পদ থাকলে তাকে কী বলে?
উত্তর: ত্রিপদী রাশি।
৫৩) (a-b) (a² + ab + b²) = ?
উত্তর: a³ – b³
৫৪) a³-b³-3ab(a – b) = ?
উত্তর: (a – b)3.
৫৫) (a+b) (a²-ab+b²) = ?
উত্তর: a³+b³
৫৬) a³+b³+3ab(a+b) = ?
উত্তর: (a + b)³
৫৭) (a-b)³ = ?
উত্তর: (a – b)³ = a³ = a³-3a²b+3ab²-b³.
৫৮) x এবং y এর বিয়োগফলের ঘন কত?
উত্তর: (x−y)3.
৫৯) দ্বিপদী রাশির বিয়োগের ঘন এর সূত্র অনুযায়ী (6 – 1)3 এর মান কত হবে?
উত্তর: 125 ।
৬০) দ্বিপদী রাশিকে ঘন করলে কয়টি পদ তৈরি হয়?
উত্তর: 4টি।
৬১) 303 ও 202 এর গসাগু কত?
উত্তর: 103
৬২) x ও y এর গসাগু হলে x3 ও y3 এর গসাগু কত?
উত্তর: r3 ।
সংক্ষেপে উত্তর দাও:
১) কোন ত্রিমাত্রিক বস্তুটির প্রতিটি তলই বর্গক্ষেত্র?
উত্তর: ঘনক
২) 60 এর উৎপাদকসমূহের মধ্যে 60 বাদে বাকী উৎপাদকগুলোকে কী বলা হয়?
উত্তর: প্রকৃত উৎপাদক
৩) মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি?
উত্তর: ২টি
৪) (a+b)3 এর বিশ্লেষিত রূপে পদসংখ্যা কয়টি?
উত্তর: 4টি
৫) উৎপাদকের অপর নাম কী?
উত্তর: গুণনীয়ক
৬) আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে ভিন্ন ভিন্ন চলক দ্বারা প্রকাশ করলে পরিসীমার জন্য কীরূপ রাশি পাওয়া যায়?
উত্তর: দুই চলকের দ্বিপদী রাশি
৭) আয়তাকার ঘনবস্তুর সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কী?
উত্তর: 2(xy + yz + zx)
৮) ত্রিপদী রাশির ঘন করলে কতটি পদ পাওয়া যায়?
উত্তর: 10টি
৯) কোন সংখ্যা সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক?
উত্তর: 1
১০) দুইটি রাশির গুণফল ও রাশিদ্বয়ের লসাগু এবং গসাগুর মধ্যে সম্পর্ক কী?
উত্তর: রাশিদ্বয়ের গুণফল = রাশিদ্বয়ের লসাগু x গসাগু
ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি
উত্তর: 8টি
১২) 2x – y এর ঘন কত?
উত্তর: 8x3 – 12x2y + 6xy2 – y3
১৩) 3 অঙ্কবিশিষ্ট একজোড়া সংখ্যা নির্ণয় কর যাদের গসাগু 45 ও লসাগু 2970
উত্তর: 270, 495 অথবা 135,990
১৪) সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা 72 ও 40 একক দৈর্ঘ্যবিশিস্ট দুইটি ঘনক আকৃতির বক্স পূর্ণ করা যাবে?
উত্তর: 83
১৫) 8″ x 5″ x 5″ আকারের সারপ্রাইজ বক্সে 4″ x 2″ x 1″ আকারের কয়টি ছোট বক্স রাখা যাবে?
উত্তর: 25টি
১৬) 23 সে.মি. ধারবিশিষ্ট ঘনকের প্রতিটি ধারকে 13, 7 ও 3 সে.মি. আকারে কাটা হলে দুইটি ধার একই এরূপ কয়টি ঘনবস্তু পাওয়া যাবে?
উত্তর: 18
১৭) 7 x 3 x 2 আকারের ঘনবস্তুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সে.মি. করে বৃদ্ধি করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে?
উত্তর: 128.57%
১৮) 15 ও 27 সংখ্যা দুইটির সাধারণ প্রকৃত উৎপাদক গুলো কী কী?
১৯) (x3 – 2x2) ও (xy – 2y) এর লসাগু কত?
উত্তর: x2y(x – 2)
২০) (4a2 – 1) ও (8a3 – 1) এর গসাগু কত?
উত্তর: 2a – 1