চারপাশের লেখার সাথে পরিচিত হই। দৃশ্যপটবিহীন ও দৃশ্যপটনির্ভর প্রশ্ন। বাংলা। ৭ম শ্রেনি।
পরীক্ষার প্রস্তুতি
চারপাশের লেখার সাথে পরিচিত হই
বাংলা
৭ম শ্রেণি
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন)
১) পাঠ্যবইয়ে আমরা যে ১০ ধরনের প্রায়োগিক লেখা পেলাম, তার বাইরে আর কী কী প্রায়োগিক লেখা থাকতে পারে?
উত্তর: পাঠ্যবইয়ে আমরা যে ১০ ধরনের প্রায়োগিক লেখা পেয়েছি, তাছাড়া আরও কিছু প্রায়োগিক লেখা আছে। যেমন-
হুলিয়া: কোনো ফেরারি আসামিকে গ্রেপ্তার করার জন্য তার ছবিসহ বর্ণনা যখন পোস্টার আকারে ছাপানো হয়, তখন একে হুলিয়া
বলে। প্রাচীনকালে হুলিয়া জারি করে আসামি গ্রেপ্তার করা হতো।
ব্রশিউর: এটি বিজ্ঞাপন জাতীয় এক ধরনের প্রায়োগিক লেখা। ব্রশিউরে কোনো সেবা বা পণ্যের খুঁটিনাটি বিষয়ে দুই থেকে তিন পাতায় লেখা থাকে।
ফ্লাইয়ার: ফ্লাইয়ার হলো লিফলেটের সংক্ষিপ্ত সংস্করণ।
২) মনে করো, তুমি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তোমার শ্রেণিতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো। মনে রাখবে, নোটিশে যেন বিস্তারিত উল্লেখ থাকে।
উত্তর: আমার শ্রেণিতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য একটি নোটিশ নিচে তৈরি করা হলো:
তারিখ: ১০/০৯/২০২৪ খ্রি. বিজ্ঞপ্তি এতদ্দ্বারা কে. এম. উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে তোমাদের শ্রেণিতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়সমূহ: ১. কবিতা ৪. উপন্যাস ২. গল্প ৫. ছড়া ৩.. নাটক ৬. প্রবন্ধ তোমাদের মধ্যে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে আগামী ১৫ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দের পূর্বে শ্রেণিশিক্ষকের কাছে নাম জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। বি.দ্র.: প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আদেশক্রমে প্রধান শিক্ষক কে.এম. উচ্চ বিদ্যালয় |
চারপাশের লেখার সাথে পরিচিত হই
৩) ব্যানারের ব্যবহার উল্লেখ কর।
উত্তর: সাধারণত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কোনো বার্তা বা তথ্য জানানোর এবং প্রচার-প্রচারণার কাজে ব্যানার ব্যবহার করা হয়। মিছিল বা শোভাযাত্রার সামনে, কোনো অনুষ্ঠানে মঞ্চের পেছনে, মেলা বা অস্থায়ী হাট-বাজারের সামনে ব্যানার ব্যবহার করা হয়।
৪) আমন্ত্রণপত্রের ব্যবহার হয় কোথায়?
উত্তর: সাধারণত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান-উৎসব, স্কুলের বিভিন্ন প্রতিযোগিতা বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন ইত্যাদিতে আমন্ত্রণপত্র ব্যবহার করা হয়। এটি চিঠি আকারে লিখে অনুষ্ঠানের বিবরণ, অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম-পরিচয়; কবে, কখন, কোথায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে এসব তথ্য জানানো হয়।
৫) পাঠ্যবইয়ের বাইরে তোমরা দৈনন্দিন জীবনে আর কত রকমের লেখা দেখতে পাও তা লেখ।
উত্তর: আমাদের পাঠ্যবইয়ের লেখা বাদে আমরা দৈনন্দিন জীবনে আরও অনেক রকমের লেখা দেখতে পাই। সেগুলো হলো:
ক. আবেদনপত্র
খ. ইমেইল
গ. সংবাদপত্র
ঘ. লিফলেট
ঙ. ওষুধের কাগজ
চ. প্রতিবেদন
ছ. চিঠি
চারপাশের লেখার সাথে পরিচিত হই
৬) পোস্টারের ব্যবহার লেখ।
উত্তর: আমাদের আশপাশে আমরা প্রচুর পোস্টার দেখতে পাই। এগুলো সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে। এগুলোতে বিশেষ প্রচারণার উদ্দেশ্যে ছবিও মুদ্রিত থাকে কোনো কোনো ক্ষেত্রে। এগুলো আকারে ব্যানার বা ফেস্টুনের মতো বড়ো নয়, তবে এগুলোর লেখা বা ছবি সবার নজরে পড়ার জন্য বড়ো আকারের হয়। সাধারণত রাস্তার ধারের দেয়ালে বা অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে লাগানো থাকে। তাছাড়া নির্বাচনের সময় দড়ি দিয়ে পোস্টার ঝোলানো হয়। সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে যেমন এটি ব্যবহৃত হয়, তেমনই আবার রাজনৈতিক বক্তব্য, দাবি বা প্রচারণার কাজেও পোস্টার বহুল ব্যবহৃত হয়। এ দেশে নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের ছবি সংবলিত পোস্টারে ছেয়ে যায় সর্বত্র।
চারপাশের লেখার সাথে পরিচিত হই
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটনির্ভর)
১) অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাড়খালী মাধ্যমিক বিদ্যালয়ের একটি নাটক মঞ্চস্থ করার উদ্যোগ নিয়েছে। উক্ত নাটকের দর্শক হওয়ার জন্য কীভাবে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করা যায়, তা নিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে এবং একেক জন একেক ধরনের উপায়ের কথা বলছে।
ক্লাসের ক্যাপ্টেন সোহান বলে, ‘আমরা লিফলেট বিলি করে সবাইকে আমাদের নাটক দেখার আমন্ত্রণ জানাতে পারি।’ হাবিবা বলে, ‘আমরা পোস্টার ব্যবহার করে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারি।’ খালেদ বলে, ‘আমরা এলাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নাটকের প্রচারণামূলক সাইনবোর্ড লাগিয়ে দিতে পারি।’ পাশ থেকে সাফিয়া বলে, ‘আমরা টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে সবাইকে আমাদের নাটকের কথা জানাতে পারি।’ রিপন বলল, ‘বিলবোর্ড লাগিয়ে বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও নাটকের প্রচারণা করা যায়।’ সবশেষে হাসান বলে, ‘আমরা মাইক ব্যবহার করতে পারি।’
(ক) এমন পরিস্থিতিতে তুমি কোন প্রচার মাধ্যমটি সমর্থন করবে?
উত্তর: এমন পরিস্থিতিতে আমি মাইককে প্রচারণা চালানোর মাধ্যম হিসেবে সমর্থন করব।
(খ) অন্য মাধ্যমগুলো বাদ দিয়ে তুমি কেন এই মাধ্যমটি বেছে নিতে চাও?
উত্তর: অন্য মাধ্যমগুলো বাদ দিয়ে মাইককে প্রচারণা চালানোর মাধ্যম হিসাবে বেছে নেওয়ার কারণ হলো- মাইকের মাধ্যমে সহজে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করা যাবে। লিফলেট, পোস্টার, সাইনবোর্ড, টেলিভিশন, বিলবোর্ড প্রভৃতি মাধ্যমগুলো ব্যবহার করতে গেলে যেমন খরচ বেশি হবে, তেমনি অনেক সময় লাগবে। এছাড়া এলাকার সবাই লেখাপড়া জানেন না, সেক্ষেত্রে লিফলেট, পোস্টার, সাইনবোর্ড, আর বিলবোর্ড সবাই পড়তে পারবে না। তাই বেশি সংখ্যক মানুষ নাটক সম্পর্কে জানতে পারবে না। কিন্তু মাইকের মাধ্যমে প্রচারণা চালালে এর আওয়াজ সবাই পাবে এবং স্বল্প খরচে অল্প সময়ে অনেক মানুষকে নাটকের কথা জানানো যাবে।
(গ) সোহানের বলা প্রচার মাধ্যমটি মূলত কোন ধরনের প্রচার কাজে ব্যবহার করা হয়?
উত্তর: সোহানের বলা প্রচার মাধ্যমটি হলো লিফলেট। বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা সচেতনতামূলক প্রচারণার জন্য লিফলেট ব্যবহার করা হয়।
(ঘ) সাফিয়ার বলা প্রচার মাধ্যমটি এ কাজের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয় কেন?
উত্তর: সাফিয়ার বলা প্রচার মাধ্যমটি হলো টেলিভিশন। সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এ মাধ্যমটির ব্যবহার অত্যন্ত ব্যয়বহুল, সময়সাপেক্ষ এবং প্রায় অসম্ভব। এছাড়া এটি একটি ছোটো এলাকার স্কুলের অনুষ্ঠান, জাতীয় পর্যায়ের কোনো অনুষ্ঠান নয়। আর টেলিভিশনের বিজ্ঞাপন সবার চোখে নাও পড়তে পারে। তাই সাফিয়ার বলা প্রচার মাধ্যমটি এ কাজের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়।
চারপাশের লেখার সাথে পরিচিত হই
২) নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও।
মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল শোভাযাত্রা এক রঙিন সাংস্কৃতিক পদযাত্রা এবং আনন্দ মিছিল। এটি বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখে উদযাপিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকেরা প্রত্যেক বছর ১৪ই এপ্রিল নতুন বাংলা পঞ্জিকার সূচনা উপলক্ষ্যে এটির আয়োজন করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকাচারের প্রসারের লক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাণীর আকৃতি, হরেক রকমের মুখোশ, পাখি ও প্রজাপতির প্রতিরূপ,, পুতুল ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন- ঢোল, করতাল ও বাঁশি বাজিয়ে উদ্দীপিত পরিবেশ সৃষ্টি করা হয়। শোভযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকেই পরিধান করে ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গে থাকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, মুখাবরণ যা বিভিন্ন বিষয়কে তুলে ধরে।
(ক) মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত কিংবা অন্য কোনো কাজে ব্যবহৃত কোনো ব্যানার কি তুমি দেখেছ? তোমার দেখা বা জানা ব্যানার সম্পর্কে বর্ণনা দাও।
উত্তর: মঙ্গল শোভযাত্রায় ব্যবহৃত ব্যানার আমি টিভিতে দেখেছি। তাছাড়া আমাদের স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে স্কুলের অডিটরিয়ামের মঞ্চের পেছনে ব্যানার টানানো দেখেছি। আমি বৈশাখী মেলা ও বইমেলায়ও ব্যানার দেখেছি।
ব্যানার সাধারণত আয়তাকার হয়। লম্বা কাপড়ে বা কাপড়ের মতো প্লাস্টিক-পর্দার ব্যানার দেখেছি। সবাইকে জানানোর উদ্দেশ্যে কোনো তথ্য বা বক্তব্য ব্যানারে লেখা থাকে। ব্যানার সাধারণত শোভাযাত্রা বা মিছিলের সামনে থাকে। কোনো অনুষ্ঠানের মঞ্চের পেছনে, কোনো মেলা বা অস্থায়ী হাট-বাজারের সামনে বা গেটে ব্যানার টানানো হয়। ইদানীং অনুষ্ঠান মঞ্চের পেছনে ডিজিটাল ব্যানারও দেখা যায়।
(খ) তোমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। বৃক্ষরোপণের উপকারিতা ও উদ্দেশ্য জানিয়ে একটি ব্যানার/ব্যানারের লেখা তৈরি কর।
উত্তর: আমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে একটি ব্যানার তৈরি করা হলো:
নিজেরা তৈরী করো-
চারপাশের লেখার সাথে পরিচিত হই
৩) নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও।
সারওয়ার ও রবিন বিদ্যালয় থেকে ফেরার পথে রাস্তার পাশে দড়ি দিয়ে টানানো কিছু কাগজ দেখতে পেল, যেগুলোতে একজন মানুষের ছবি ও তার নামসহ মানুষের দোয়া ও ভোট চাওয়ার বিষয়গুলো লেখা থাকতে দেখা যায়। কিছুটা সামনে এগিয়ে একটি দেওয়ালে একই আকৃতির কিছু কাগজে রাজনৈতিক কর্মসূচির তারিখ ও স্থানের নাম দেখতে পেল। সারওয়ার রবিনকে এগুলোর পরিচয় দিয়ে বলল, আমাদের চারপাশে আরও অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়।
(ক) সারওয়ার ও রবিনের দেখা বিষয়গুলো কী নামে পরিচিত? তুমিও কি কখনো এগুলো দেখছ?
উত্তর: সারওয়ার ও রবিনের দেখা রাস্তায় টানানো ও দেওয়ালে লাগানো বিষয়গুলো পোস্টার নামে পরিচিত। আমিও এসব পোস্টারের সাথে পরিচিত। কেননা আমাদের চারপাশে এসব পোস্টার অহরহ দেখা যায়। আমি রাস্তার আশেপাশে অনেক জায়গায়, রাজনৈতিক বিভিন্ন বিষয়, বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানের সময়সূচি প্রভৃতি বিষয় নিয়ে পোস্টার দেখেছি।
(খ) তাদের দেখা এই বিষয়টি আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে দেখা যায় বলে তুমি মনে কর?
উত্তর: অনুচ্ছেদের সারওয়ার ও রবিন যে পোস্টারগুলো দেখেছে সেগুলো মূলত রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আমাদের চারপাশে আমরা এসব রাজনৈতিক পোস্টার ছাড়াও প্রচুর পোস্টার দেখতে পাই। এগুলো সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে। এগুলো সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রচারণার কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি কোনো অনুষ্ঠান, দাবি ও মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর কাজেও এসব পোস্টার ব্যবহার করা হয়।