ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি
অষ্টম শ্রেণি
গণিত
এক কথায় উত্তর দাও
০১. সাকিব ৮ টাকা দরে ৩৬টি কলম কিনে তা ১০০ টাকা ডজন হিসেবে বিক্রি করলো। তার কত লাভ বা ক্ষতি হলো?
উত্তর: ৪.১৭% লাভ।
১০% চক্রবৃদ্ধি মুনাফার হারে ৫০০ টাকার ১ বছরের মুনাফা কত?
উত্তর: ৫০ টাকা।
০৩. মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয়ের সমীকরণটি লিখ।
উত্তর: y = mx + C [মোট জমা = কিস্তির পরিমাণ × কিস্তির সংখ্যা + প্রারম্ভিক জমা]।
০৪. শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বুঝায়?
উত্তর: সরল মুনাফা।
০৫. একটি দ্রব্য এর উৎপাদনকারী থেকে পাইকারী বিক্রেতা ও খুচরা বিক্রেতার হাত ধরে ক্রেতার কাছে পৌঁছায়। ৪৩০ টাকা উৎপাদন খরচ এবং প্রতি ধাপে ৮% লাভ ধরে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?
উত্তর: ৫৪১.৬৮ টাকা (প্রায়)।
০৬. কিস্তির পরিমাণ m টাকা করে হলে এবং প্রারম্ভিক মূলধন c টাকা হলে x সংখ্যক কিস্তির পর মোট জমা কত?
উত্তর : ( mx + c) টাকা।
০৭. বার্ষিক মুনাফার হার r% হলে মাসিক মুনাফার হার কত?
উত্তর: (r/12)%
০৮. ৭% হার মুনাফায় ৩০০০ টাকায় ৬ বছরের মুনাফা কত?
উত্তর : ১২৬০ টাকা ।
০৯. মুনাফার হার কি হতে পারে?
উত্তর: পরিবর্তন।
১০. ২৩০০ টাকায় একটি শার্ট বিক্রয় করলে ৮% ক্ষতি হয়। কত টাকায় শার্টটি বিক্রয় করলে ১২% লাভ হবে?
উত্তর: ২৮০০ টাকা
১১. ব্যাংক কর্মকর্তাকে শান্তা কি বলেছিল?
উত্তর: সে একটি একাউন্ট খুলতে চায় এবং প্রতিমাসে ২০০ টাকা জমা রাখতে চায়।
১২. ১২% মুনাফার হারে ১০০ টাকার ১ মাসের মুনাফা কত?
উত্তর: ১ টাকা।
১৩. প্রতি নির্দিষ্ট সময় পর পর বৃদ্ধি প্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তাকে কি বলে?
উত্তর: চক্রবৃদ্ধি মুনাফা।
১৪. শান্তার ১৪তম মাসের শেষে জমার পরিমাণ সমীকরণের মাধ্যমে হিসাব কর?
উত্তর: y = mx + c = 200 × ১৪ + ১০০ = ২৯০০ টাকা।
১৫. সঞ্চয়ের যথাযথ হিসাব ও মুনাফা নির্ণয়ের হিসাব করার জন্য কি জানা গুরুত্বপূর্ণ?
উত্তর: গাণিতিক হিসাব।
১৬. % চক্রবৃদ্ধি মুনাফায় P টাকায় n সময় পরে কত টাকা মুনাফা পাওয়া যাবে?
উত্তর: P{(১ + r)^ – ১ ) টাকা।
১৭. সরল মুনাফার সূত্রটি লিখ।
উত্তর: I = Pnr.
১৮. হিসাব খোলার জন্য ব্যাংক কর্মকর্তা শান্তাকে কী জানালেন?
উত্তর: প্রয়োজনীয় কাগজপত্র ও প্রারম্ভিক ১০০ টাকা জমা দিয়ে একাউন্ট খুলতে হবে।
১৯. ২৪% হারে ৩৮০০ টাকার বাৎসরিক সরল মুনাফা ও ১ বছরের চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
উত্তর: ০ (শূন্য)।
২০. ৮০০০ টাকায় একটি পণ্য কিনে ৫০০ টাকা ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য কত ছিল? উত্তর: ৭৫০০ টাকা
২১. সরল মুনাফা কী?
উত্তর: শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয়, তাকে সরল মুনাফা বলে।
২২. ৭% সরল মুনাফার হারে ২৫০ টাকার ৪ বছরের মুনাফা- আসল কত?
উত্তর: ৩২০ টাকা
২৩. কোনো পণ্যের ক্রয়মূল্য ৫০০০ টাকা এবং বিক্রয়মূল্য ৭৫০০ টাকা হলে লাভের শতকরা পরিমাণ কত?
উত্তর: ৫০%
২৪. বিক্রেতা যে মূল্যে কোনো পণ্য বিক্রি করে তাকে কি বলে?
উত্তর: বিক্রয়মূল্য
২৫. ক্ষতি হলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের কোনটি বড় হয়?
উত্তর: ক্রয়মূল্য
২৬. সঞ্চয় বা বিনিয়োগকৃত টাকার উপর নির্দিষ্ট সময় পর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে?
উত্তর: মুনাফা
২৭. মূলধন যত বেশি হবে মুনাফা তত হবে।
উত্তর: বেশি
২৮. নির্দিষ্ট সময়ে একই পরিমাণ মূলধন, একই সময়ে এবং একই মুনাফার হারে কিসের ক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যায়?
উত্তর : চক্রবৃদ্ধি মুনাফা
২৯. ৯% সরল মুনাফার হারে ১০০০ টাকার ৩ বছরের মুনাফার পরিমাণ কত?
উত্তর: ২৭০ টাকা
৩০. মাসিক কিস্তি ১০০ টাকা করে হলে দেড় বছরে মোট জমা কত হবে?
উত্তর: ১৮০০ টাকা
৩১. সরল মুনাফার হার r এর সুত্রটি কি?
উত্তর: I/Pn
৩২. স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাণে অর্থ ব্যাংকে জমা রেখে কি পেতে পারে?
উত্তর: নিয়মমাফিক মুনাফা।
৩৩. ব্যাংক কর্মকর্তাকে শান্তা কি বলেছিল?
উত্তর: সে একটি একাউন্ট খুলতে চায় এবং প্রতিমাসে ২০০ টাকা জমা রাখতে চায়। সরল মুনাফার সময়কাল নির্ণয়ের সূত্র লিখ।
উত্তর: সময়কাল
৩৪. ৭% মুনাফার হার এর অর্থ কী?
উত্তর: ১০০ টাকা জমা রাখলে ১ বছর পর ব্যাংক তাকে ৭ টাকা মুনাফা দেবে?
৩৫. ১১% হারে ১৮০০০ টাকার ৩ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা?
উত্তর: ৬৭৭.৩৬ টাকা (প্রায়)।
৩৬. দুই ধরনের মুনাফার নাম কী?
উত্তর : সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা।
৩৭. শুধুমাত্র মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তাকে কি বলে?
উত্তর: সরল মুনাফা
৩৮. ১০% মুনাফার হারে ১০০ টাকার ১ বছরের মুনাফা কত?
উত্তর: ১০ টাকা।
৩৯. মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয়ের সমীকরণটি লিখ।
উত্তর: y = mx + C
৪০. ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষার্থীদের কিসে উৎসাহিত করা হয়েছে?
উত্তর: স্কুল ব্যাংকিং এ ।