সাম্প্রতিক পোস্ট
🔵Classification of Tenses in English with Structure & Examples🔵Article Exercise🔵300 Most Important Appropriate Preposition🔵Parts of Speech🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (প্রাক- প্রাথমিক)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (৫ম শ্রেণি)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (৪র্থ শ্রেণি)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (৩য় শ্রেণি)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (২য় শ্রেণি)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (১ম শ্রেণি)🔵২০২৫ শিক্ষাবর্ষের ৯ম-১০ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৫ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৪র্থ শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৩য় শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ২য় শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ১ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন🔵Parts of Speech🔵4 Letter Words for Primary Student🔵3 Letter Words for Primary Student🔵বাস্তব সংখ্যা: সৃজনশীল প্রশ্ন (এসএসসি পরীক্ষার প্রস্তুতি)🔵প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা ২০২৪🔵বাংলা। তৃতীয় শ্রেণি। নমুনা প্রশ্ন। ২০২৪ সালের সর্বশেষ মূল্যায়ন নির্দেশিকা অনুসারে🔵ডিজিটাল প্রযুক্তি। অষ্টম শ্রেণি।🔵চারপাশের লেখার সাথে পরিচিত হই। দৃশ্যপটবিহীন ও দৃশ্যপটনির্ভর প্রশ্ন। বাংলা। ৭ম শ্রেনি।🔵বুঝে পড়ি লিখতে শিখি। দৃশ্যপটনির্ভর প্রশ্ন ও উত্তর। বাংলা। ৭ম শ্রেণি।🔵বুঝে পড়ি লিখতে শিখি। রচনামূলক প্রশ্ন ও উত্তর। বাংলা। ৭ম শ্রেণি।🔵সাহিত্য পড়ি লিখতে শিখি। দৃশ্যপটনির্ভর প্রশ্ন। বাংলা। ৭ম শ্রেণি।🔵সাহিত্য পড়ি লিখতে শিখি। রচনামূলক প্রশ্ন। বাংলা। ৭ম শ্রেণি।🔵সাহিত্য পড়ি লিখতে শিখি। বাংলা। ৭ম শ্রেণি।🔵বুঝে পড়ি লিখতে শিখি। বাংলা । ৭ম শ্রেণি🔵চারপাশের লেখার সাথে পরিচিত হই। বাংলা। ৭ম শ্রেণি🔵অর্থ বুঝে বাক্য লিখি। বাংলা । ৭ম শ্রেণি🔵প্রমিত ভাষায় কথা বলি। বাংলা। ৭ম শ্রেণি🔵প্রমিত ভাষা শিখি। বাংলা। ষষ্ঠ শ্রেণি🔵ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। গণিত। ষষ্ঠ শ্রেণি🔵নানা রকম আকৃতি মাপি। গণিত। সপ্তম শ্রেণি🔵ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি । গণিত । অষ্টম শ্রেণি🔵প্রয়োজন বুঝে যোগাযোগ করি । বাংলা। অষ্টম শ্রেণি🔵বৃত্তের খুঁটিনাটি (দৃশ্যপটনির্ভর প্রশ্ন)। গণিত । অষ্টম শ্রেণি🔵বৃত্তের খুঁটিনাটি । গণিত । অষ্টম শ্রেণি🔵বাইনারি সংখ্যা পদ্ধতি (দৃশ্যপটনির্ভর প্রশ্ন ও উত্তর)। গনিত। অষ্টম শ্রেণি🔵বাইনারি সংখ্যা পদ্ধতি । গণিত। অষ্টম শ্রেণি🔵তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। গণিত । অষ্টম শ্রেণি🔵বিস্তার পরিমাপ। গণিত। নবম শ্রেণি🔵কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। গণিত । নবম শ্রেণি🔵বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ। নবম শ্রেণি। গণিত🔵পরিমাপে ত্রিকোণমিতি। গণিত। নবম শ্রেণি🔵চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি🔵Transformation of Sentences Rules, Examples & Exercise🔵অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি। সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই🔵অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি। নাগরিক সেবা ও ই-কর্মাসের সুযোগ গ্রহণ করি🔵অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ঝুঁকি🔵লগারিদমের ধারণা ও প্রয়োগ। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি🔵অনুক্রম ও ধারা। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ২০২৪🔵গনিত মডেল প্রশ্ন ২: বার্ষিক পরীক্ষার প্রস্তুতি (অষ্টম শ্রেণি)🔵গনিত মডেল প্রশ্ন ১: বার্ষিক পরীক্ষার প্রস্তুতি (অষ্টম শ্রেণি)🔵ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি: এক কথায় উত্তর🔵Adjective and Its Classification🔵ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি🔵আমাদের জীবনে প্রযুক্তি🔵গড়🔵শতকরা🔵৮ম শ্রেণির গণিত বিষয়ের দৃশ্যপটনির্ভর প্রশ্ন🔵এসএসসি গণিত (আবশ্যিক) মডেল টেস্ট-৪🔵English Grammar & Literature Quiz-1🔵এসএসসি গণিত (আবশ্যিক) মডেল টেস্ট-৩🔵এসএসসি গণিত (আবশ্যিক) মডেল টেস্ট-২🔵সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী ফরম🔵এসএসসি গণিত (আবশ্যিক) মডেল টেস্ট-১🔵পরিসংখ্যান🔵দূরত্ব ও উচ্চতা🔵সসীম ধারা🔵বীজগাণিতিক রাশি🔵তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ🔵অনুবাদ🔵সেট ও ফাংশন🔵Tag Questions for SSC Students🔵Exercise on Punctuation Marks for HSC Students🔵Exercise on Sentence Connectors for HSC Students🔵Exercise on Modifiers for HSC Students🔵Exercise on Right Form of Verbs for HSC Students🔵English Sample Question for Class Six🔵English Sample Question for Class 7🔵English Sample Question for Class Nine🔵English Sample Question for Class Eight🔵২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা🔵২০২৪ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা🔵২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা🔵২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা🔵কোণের ধারণা🔵Narrative Style (Direct to Indirect and Vice Versa)🔵SSC English First Paper Model Test-10🔵SSC English First Paper Model Test-9🔵SSC English First Paper Model Test-8🔵SSC English Second Paper Model Test 16🔵Preposition Exercise🔵SSC English First Paper Model Test- 7🔵English Model Question-2 for Class Five🔵বাংলাদেশ বিষয়াবলি কুইজ🔵বাগধারা ও বাগবিধি কুইজ🔵English Literature Quiz🔵কারক🔵বাংলা ব্যাকরণের ইতিহাস🔵এইচএসসি বাংলা ১ম পত্র ফাইনাল সাজেশন🔵SSC English First Paper Model Test- 6🔵SSC English Second Paper Model Test 15🔵SSC English First Paper Model Test- 5🔵SSC English Second Paper Model Test 14🔵SSC English First Paper Model Test-4🔵English Model Question-1 for Class Five🔵SSC English First Paper Model Test-3🔵SSC English Second Paper Model Test 13🔵SSC English Second Paper Model Test 12🔵SSC English First Paper Model Test-2🔵SSC English First Paper Model Test-1🔵SSC English Second Paper Model Test 11🔵বাংলাদেশের পর্যটন শিল্প🔵SSC English Second Paper Model Test 10🔵All in One Paragraph🔵ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা: জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর🔵প্রাক ইসলামি আরব: জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন🔵জিপিএফ ফরমসমূহ🔵SSC English Second Paper Model Test 9🔵২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা🔵SSC English Second Paper Model Test 8🔵SSC English Second Paper Model Test 7🔵SSC English Second Paper Model Test 6🔵SSC English Second Paper Model Test 5🔵SSC English Second Paper Model Test 4🔵SSC English Second Paper Model Test 3🔵SSC English Second Paper Model Test 2🔵SSC English 2nd Paper Model Test 01🔵SSC English Second Paper Exam Preparation🔵জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন🔵এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র সাজেশন🔵এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ফাইনাল সাজেশন🔵হামলা-ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের🔵শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর রাষ্ট্রপতির ভাষণ🔵Appendix🔵বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়🔵বাংলা ভাষা🔵এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ সমাধান🔵HSC English Second Paper Solution Dhaka Board🔵HSC English Second Paper Solution Cumilla Board🔵এইচএসসি বাংলা ১ম পত্র MCQ সমাধান🔵এইচএসসি সমাজকর্ম ২য় পত্র ফাইনাল সাজেশন🔵এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ফাইনাল সাজেশন🔵HSC English First Paper Final Suggestion🔵HSC Englsih Second Paper Final Suggestion🔵এইচএসসি আইসিটি ফাইনাল সাজেশন🔵এইচএসসি অর্থনীতি ২য় পত্র ফাইনাল সাজেশন🔵মানুষের মস্তিষ্ক🔵এইচএসসি অর্থনীতি ১ম পত্র ফাইনাল সাজেশন🔵Paragraph: Lockdown🔵Without Clues for SSC Exam🔵এইচএসসি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন🔵এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র ফাইনাল সাজেশন
শিখবে সবাই

ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি: এক কথায় উত্তর

ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি

অষ্টম শ্রেণি

গণিত

এক কথায় উত্তর দাও

০১. সাকিব ৮ টাকা দরে ৩৬টি কলম কিনে তা ১০০ টাকা ডজন হিসেবে বিক্রি করলো। তার কত লাভ বা ক্ষতি হলো?

উত্তর: ৪.১৭% লাভ।

১০% চক্রবৃদ্ধি মুনাফার হারে ৫০০ টাকার ১ বছরের মুনাফা কত?

উত্তর: ৫০ টাকা।

০৩. মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয়ের সমীকরণটি লিখ।

উত্তর: y = mx + C [মোট জমা = কিস্তির পরিমাণ × কিস্তির সংখ্যা + প্রারম্ভিক জমা]।

০৪. শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বুঝায়?

উত্তর: সরল মুনাফা।

০৫. একটি দ্রব্য এর উৎপাদনকারী থেকে পাইকারী বিক্রেতা ও খুচরা বিক্রেতার হাত ধরে ক্রেতার কাছে পৌঁছায়। ৪৩০ টাকা উৎপাদন খরচ এবং প্রতি ধাপে ৮% লাভ ধরে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?

উত্তর: ৫৪১.৬৮ টাকা (প্রায়)।

০৬. কিস্তির পরিমাণ m টাকা করে হলে এবং প্রারম্ভিক মূলধন c টাকা হলে x সংখ্যক কিস্তির পর মোট জমা কত?

উত্তর : ( mx + c) টাকা।

০৭. বার্ষিক মুনাফার হার r% হলে মাসিক মুনাফার হার কত?

উত্তর: (r/12)%

০৮. ৭% হার মুনাফায় ৩০০০ টাকায় ৬ বছরের মুনাফা কত?

উত্তর : ১২৬০ টাকা ।

০৯. মুনাফার হার কি হতে পারে?

উত্তর: পরিবর্তন।

১০. ২৩০০ টাকায় একটি শার্ট বিক্রয় করলে ৮% ক্ষতি হয়। কত টাকায় শার্টটি বিক্রয় করলে ১২% লাভ হবে?

উত্তর: ২৮০০ টাকা

১১. ব্যাংক কর্মকর্তাকে শান্তা কি বলেছিল?

উত্তর: সে একটি একাউন্ট খুলতে চায় এবং প্রতিমাসে ২০০ টাকা জমা রাখতে চায়।

১২. ১২% মুনাফার হারে ১০০ টাকার ১ মাসের মুনাফা কত?

উত্তর: ১ টাকা।

১৩. প্রতি নির্দিষ্ট সময় পর পর বৃদ্ধি প্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তাকে কি বলে?

উত্তর: চক্রবৃদ্ধি মুনাফা।

১৪. শান্তার ১৪তম মাসের শেষে জমার পরিমাণ সমীকরণের মাধ্যমে হিসাব কর?

উত্তর: y = mx + c = 200 × ১৪ + ১০০ = ২৯০০ টাকা।

১৫. সঞ্চয়ের যথাযথ হিসাব ও মুনাফা নির্ণয়ের হিসাব করার জন্য কি জানা গুরুত্বপূর্ণ?

উত্তর: গাণিতিক হিসাব।

১৬. % চক্রবৃদ্ধি মুনাফায় P টাকায় n সময় পরে কত টাকা মুনাফা পাওয়া যাবে?

উত্তর: P{(১ + r)^ – ১ ) টাকা।

১৭. সরল মুনাফার সূত্রটি লিখ।

উত্তর: I = Pnr.

১৮. হিসাব খোলার জন্য ব্যাংক কর্মকর্তা শান্তাকে কী জানালেন?

উত্তর: প্রয়োজনীয় কাগজপত্র ও প্রারম্ভিক ১০০ টাকা জমা দিয়ে একাউন্ট খুলতে হবে।

১৯. ২৪% হারে ৩৮০০ টাকার বাৎসরিক সরল মুনাফা ও ১ বছরের চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

উত্তর: ০ (শূন্য)।

২০. ৮০০০ টাকায় একটি পণ্য কিনে ৫০০ টাকা ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য কত ছিল? উত্তর: ৭৫০০ টাকা

২১. সরল মুনাফা কী?

উত্তর: শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয়, তাকে সরল মুনাফা বলে।

২২. ৭% সরল মুনাফার হারে ২৫০ টাকার ৪ বছরের মুনাফা- আসল কত?

উত্তর: ৩২০ টাকা

২৩. কোনো পণ্যের ক্রয়মূল্য ৫০০০ টাকা এবং বিক্রয়মূল্য ৭৫০০ টাকা হলে লাভের শতকরা পরিমাণ কত?

উত্তর: ৫০%

২৪. বিক্রেতা যে মূল্যে কোনো পণ্য বিক্রি করে তাকে কি বলে?

উত্তর: বিক্রয়মূল্য

২৫. ক্ষতি হলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের কোনটি বড় হয়?

উত্তর: ক্রয়মূল্য

২৬. সঞ্চয় বা বিনিয়োগকৃত টাকার উপর নির্দিষ্ট সময় পর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে?

উত্তর: মুনাফা

২৭. মূলধন যত বেশি হবে মুনাফা তত হবে।

উত্তর: বেশি

২৮. নির্দিষ্ট সময়ে একই পরিমাণ মূলধন, একই সময়ে এবং একই মুনাফার হারে কিসের ক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যায়?

উত্তর : চক্রবৃদ্ধি মুনাফা

২৯. ৯% সরল মুনাফার হারে ১০০০ টাকার ৩ বছরের মুনাফার পরিমাণ কত?

উত্তর: ২৭০ টাকা

৩০. মাসিক কিস্তি ১০০ টাকা করে হলে দেড় বছরে মোট জমা কত হবে?

উত্তর: ১৮০০ টাকা

৩১. সরল মুনাফার হার r এর সুত্রটি কি?

উত্তর: I/Pn

৩২. স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাণে অর্থ ব্যাংকে জমা রেখে কি পেতে পারে?

উত্তর: নিয়মমাফিক মুনাফা।

৩৩. ব্যাংক কর্মকর্তাকে শান্তা কি বলেছিল?

উত্তর: সে একটি একাউন্ট খুলতে চায় এবং প্রতিমাসে ২০০ টাকা জমা রাখতে চায়। সরল মুনাফার সময়কাল নির্ণয়ের সূত্র লিখ।

উত্তর: সময়কাল

৩৪. ৭% মুনাফার হার এর অর্থ কী?

উত্তর: ১০০ টাকা জমা রাখলে ১ বছর পর ব্যাংক তাকে ৭ টাকা মুনাফা দেবে?

৩৫. ১১% হারে ১৮০০০ টাকার ৩ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা?

উত্তর: ৬৭৭.৩৬ টাকা (প্রায়)।

৩৬. দুই ধরনের মুনাফার নাম কী?

উত্তর : সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা।

৩৭. শুধুমাত্র মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তাকে কি বলে?

উত্তর: সরল মুনাফা

৩৮. ১০% মুনাফার হারে ১০০ টাকার ১ বছরের মুনাফা কত?

উত্তর: ১০ টাকা।

৩৯. মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয়ের সমীকরণটি লিখ।

উত্তর: y = mx + C

৪০. ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষার্থীদের কিসে উৎসাহিত করা হয়েছে?

উত্তর: স্কুল ব্যাংকিং এ ।

Visited ২৬ times, ১ visit(s) today
Leave A Reply

Your email address will not be published.