আমাদের পরিবেশ
প্রাথমিক বিজ্ঞান
৫ম শ্রেণি
♦ নিচের প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখ :
(ক) খাদ্য শৃঙ্খল কী? ব্যাঙ, সাপ, ঘাসফড়িং ও ঘাস দিয়ে একটি সঠিক খাদ্য শৃঙ্খল তৈরি কর। কীভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয় তা চারটি বাক্যে লেখ।
উত্তর: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল।
ব্যাঙ, সাপ, ঘাসফড়িং ও ঘাস দিয়ে সঠিক খাদ্য শৃঙ্খলটি হলো-
ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ
খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হওয়া সম্পর্কে চারটি বাক্য হলো-
১. উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
২. পোকামাকড় এই উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে।
৩. আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে।
৪. একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়।
এভাবেই সৌরশক্তি জীবে সঞ্চালিত হয়।
(খ) বাস্তুসংস্থান কী? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি কীভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় তা বর্ণনা কর।
উত্তর: কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ঐ স্থানের বাস্তুসংস্থান।
খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যেভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় তা নিচে বর্ণনা করা হলো-
সকল প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়।
(গ) বীজের বিস্তরণ কী? উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর। উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল হওয়ার চারটি কারণ লেখ।
উত্তর: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।
উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো-
১. বীজের বিস্তরণের মাধ্যমে মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়তে পারে।
২. বীজের বিস্তরণ উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তুলতে সাহায্য করে।.
উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল হওয়ার চারটি কারণ হলো-
১. খাদ্য তৈরির উপাদান হিসেবে কার্বন ডাইঅক্সাইডের জন্য।
২. পুষ্টি উপাদান পাওয়ার জন্য।
৩. পরাগায়ন ঘটার জন্য।
(ঘ) আবাসস্থল কী? মাটিতে বাস করে এমন দুইটি প্রাণীর নাম লেখ। কোন কোন বিষয়ে উদ্ভিদ জড়ের উপর নির্ভরশীল সে সম্পর্কে চারটি বাক্য লেখ।
উত্তর: উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায়, বাস করে তাই আবাসস্থল।
মাটিতে বাস করে এমন দুইটি প্রাণী হলো-
জড় বস্তুর উপর উদ্ভিদের নির্ভরশীলতা সম্পর্কে চারটি বাক্য হলো-
১. খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু ব্যবহার করে।
২. আবাসস্থলের জন্য উদ্ভিদ মাটির উপর নির্ভরশীল।
৩. শ্বাস গ্রহণের জন্য উদ্ভিদ বায়ু ব্যবহার করে।
৪. জলজ উদ্ভিদের আবাসস্থল হলো পানি।