শতকরা
কাঠামোবদ্ধ প্রশ্ন
১) একজন বিক্রেতা একটি কলম ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকা বিক্রয় করে।
(ক) কলমটি বিক্রয় করে কত টাকা লাভ হয়?
(খ) সে শতকরা কত টাকা লাভ করলো?
(গ) ১০% লাভে কলমটির বিক্রয়মূল্য কত হবে?
২) একজন বিক্রেতা এক ঝুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করলেন।
(ক) ১২০০ টাকার ১০% কত টাকা?
(খ) আমের বিক্রয়মূল্য কত?
(গ) আমগুলো আর কত টাকা বেশি বিক্রয় করলে ১৫% লাভ হতো?
৩) বার্ষিক ২০% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছরে ৪০০০ টাকা মুনাফা দিলে-
(ক) আসল কত টাকা ছিল?
(খ) মুনাফা ও আসল একত্রে কত ছিল?
(গ) বার্ষিক মুনাফা ১২% হলে কত টাকা মুনাফা দিতে হতো?
৪) মিরাজ ব্যাংক থেকে ৪০০০ টাকা ঋণ নেন। এক বছর পর তিনি ৪৪০০ টাকা পরিশোধ করেন।
(ক) ১ বছরের মুনাফা কত টাকা?
(খ) ঐ ব্যাংকের মুনাফার হার কত?
(গ) ১০০০০ টাকা ঋণ করলে তাকে ২ বছর পর কত টাকা পরিশোধ করতে হতো?
৫) ১৫% লাভে ৩৪৫০ টাকার একটি মোবাইল ফোন বিক্রয় করা হলো-
(ক) ৩৪৫০ টাকার ৩০% কত টাকা?
(খ) মোবাইল ফোনটির ক্রয়মূল্য কত?
(গ) মোবাইল ফোনটি ১০% লাভে বিক্রয় করা হলে বিক্রয়মূল্য কত হবে?
৬) ৬০ টাকা ডজন দরে কলা ক্রয় করে ৫০% লাভে বিক্রয় করা হলো-
(ক) একটি কলার ক্রয়মূল্য কত?
(খ) ১ হালি কলার ক্রয়মূল্য কত?
(গ) বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে কত ডজন কলা ক্রয় করা হয়েছিলো?
৭) রাইসা ব্যাংক থেকে ৭% মুনাফায় ৪ বছরের জন্য ১৪০০০ টাকা ঋণ নেন।
(ক) ১৪০০০ টাকার বার্ষিক মুনাফার পরিমাণ কত?
(খ) ৪ বছরে মোট মুনাফা কত টাকা?
(গ) ৪ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?