প্রমিত ভাষা শিখি
ষষ্ঠ শ্রেণি
বিষয়: বাংলা
এক কথায় উত্তর
১) বাংলা ভাষার রূপ কয়টি ও কী কী?
উত্তর: বাংলা ভাষার রূপ দুইটি। ক. কথ্য রূপ ও খ. লেখ্য রূপ।
২) বাংলা ভাষার কথ্য রূপের কয়টি রীতি ও কী কী?
উত্তর: বাংলা ভাষার কথ্য রূপের দুটি রীতি। ক. উপভাষা বা আঞ্চলিক কথ্য রীতি ও খ. আদর্শ কথ্য রীতি।
৩) অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহারের কারণে কী সৃষ্টি হয়?
উত্তর: উপভাষা
৪) দেশের সব অঞ্চলের মানুষের কাছে ভাষার গ্রহণযোগ্য রীতি কোনটি?
উত্তর: আদর্শ কথ্য রীতি।
৫) বাংলা ভাষার লেখ্য রূপের কয়টি রীতি ও কী কী?
উত্তর: বাংলা ভাষার লেখ্য রূপের দুটি রীতি। ক. সাধু রীতি ও খ. প্রমিত রীতি
৬) সন্ধি ও সমাসবদ্ধ পদ ভেঙে ব্যবহার করা হয় ভাষার কোন রীতিতে?
উত্তর: প্রমিত রীতিতে।
৭) কথোপকথন ও সংলাপের উপযোগী ভাষারীতি কোনটি?
উত্তর: প্রমিত রীতি।
৮) ‘ভোরে উঠে বেড়াতে গিয়েছিলাম।’ বাক্যটি ভাষার কোন রীতির উদাহরণ?
উত্তর: প্রমিত রীতির
৯) ধ্বনির উচ্চারণে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উত্তর: বাকপ্রত্যঙ্গের
১০) ‘অ’ ধ্বনির কয় ধরনের উচ্চারণ হয়?
উত্তর: দুই ধরনের।
১১) ‘জ্ঞান’ শব্দটিতে ‘আ’-এর কোন ধরনের উচ্চারণ হয়েছে?
উত্তর: সংবৃত
১২) ‘ঊনবিংশ’ শব্দের শুদ্ধ উচ্চারণ কী হবে?
উত্তর: ‘উনোবিংশো’।
১৩) ফুসফুসতাড়িত বাতাসের বেগের তারতম্য অনুসারে বাংলা ভাষার ধ্বনি কয় প্রকার?
উত্তর: দুই প্রকার। যথা: ক. অল্পপ্রাণ ও খ. মহাপ্রাণ।
১৪) বাংলা ধ্বনির অঘোষতা ও ঘোষতা নির্ধারণ করা হয় কীসের ভিত্তিতে?
উত্তর: স্বরতন্ত্রের অনুরণনের ভিত্তিতে।
১৫) বাংলা ভাষায় ‘ঞ’-এর কত ধরনের উচ্চারণ পাওয়া যায়?
উত্তর: তিন ধরনের
প্রমিত ভাষা শিখি
১৬) ‘চিঠি বিলি’ ছড়াটির রচয়িতা কে?
উত্তর: রোকনুজ্জামান খান।
১৭) রোকনুজ্জামান খান কী নামে পরিচিত?
উত্তর: দাদভাই
১৮) ‘চিঠি বিলি’ ছড়াটি কোন বই থেকে সংগৃহীত?
উত্তর: হাট টিমা টিম।
১৯) ‘চিঠি বিলি’ ছড়ায় চিঠি বিলির কাজ করে কে?
উত্তর: ব্যাঙ
২০) ‘চিঠি বিলি’ ছড়ায় খেয়া নায়ের মাঝি কে?
উত্তর: চিংড়ি মাছের বাচ্চা।
২১) ‘চিঠি বিলি’ ছড়ায় ভেটকি মাছের নাতনি কোথায় বেড়াতে গিয়েছে?
উত্তর: দেশের বাইরে
২২) ‘চিঠি বিলি’ ছড়ায় ভেটকি মাছের নাতনিকে চিঠি লিখেছে কে?
উত্তর: বিলের কাতলা
২৩) মানুষ কীসের সাহায্যে উচ্চারণ করে?
উত্তর: বাগ্যন্ত্রের সাহায্যে।
২৪) ভাষা কখন তার সৌন্দর্য হারায়?
উত্তর: অশুদ্ধ উচ্চারণ ও অর্থ পালটে গেলে।
২৫) শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারলে কী হয়?
উত্তর: অর্থ পালটে যায় এবং ভাষা তার সৌন্দর্য হারায়।
২৬) ‘আত্মীয়’ শব্দটির শুদ্ধ উচ্চারণ কী হবে?
উত্তর: আততিয়ো
২৭) উপস্থিত বক্তৃতা কী?
উত্তর: কোনো বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে দর্শক-শ্রোতার উদ্দেশে দেওয়া বক্তব্য।
২৮) উপস্থিত বক্তৃতায় কোনটি থাকা জরুরি?
উত্তর: উপস্থিত বুদ্ধি ব্যবহারের ক্ষমতা থাকা জরুরি।
২৯: সময় নির্ধারিত থাকে কোন ধরনের বক্তব্যে?
উত্তর: উপস্থিত বক্তৃতায়
৩০) ‘সুখী মানুষ’ নাটকটি কে লিখেছেন?
উত্তর: মমতাজউদদীন আহমদ।
প্রমিত ভাষা শিখি
৩১) মমতাজউদদীন আহমদ কীসের জন্য বিখ্যাত?
উত্তর: নাটকের।
৩২) ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ কোন ধরনের রচনা?
উত্তর: নাটক।
৩৩) যাঁরা নাটক লিখেন, তাঁদের কী বলে?
উত্তর: নাট্যকার।
৩৪) নাটকে একজনের সাথে অন্যজনের যে কথা হয় সেগুলোকে কী বলে?
উত্তর: সংলাপ।
৩৫) কথা বা সংলাপ যাদের মুখ দিয়ে বের হয়, তাদের কী বলে?
উত্তর: চরিত্র।
৩৬) ‘বিশ্বাসী’ শব্দের সঠিক উচ্চারণ কী?
উত্তর: বিশ্শাশি।
৩৭) রহমত আলী কে?
উত্তর: মোড়লের বিশ্বস্ত চাকর।
৩৮) ‘সুখী মানুষ’ নাটকের দ্বিতীয় সংলাপটি কার?
উত্তর: রহমতের।
৩৯) কোন গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে?
উত্তর: সুবর্ণপুর।
৪০) মানুষের কান্না দেখলে কে হাসত?
উত্তর: মোড়ল।
৪১) ‘অত্যাচারি’ শব্দের সঠিক উচ্চারণ কী?
উত্তর: ওত্ তাচারি।
৪২) ‘কবিরাজ’ শব্দের সঠিক উচ্চারণ কী?
উত্তর: কোবিরাজ্।
৪৩) ‘মানুষ এবং প্রাণী অমর নয়’- উক্তিটি কার?
উত্তর: কবিরাজের।
৪৪) ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না।’- উক্তিটি কার?
উত্তর: হাসুর।
৪৫) ‘সুখী মানুষ’ নাটকটিতে ওষুধে কাজ হয় না কেন?
উত্তর: মনের মধ্যে অশান্তি থাকার কারণে।
প্রমিত ভাষা শিখি
৪৬) হাসু সম্পর্কের দিক থেকে মোড়লের কী হয়?
উত্তর: মামাতো ভাই।
৪৭) কে মোড়লের মুখে শরবত ঢেলে দিতে বলেছিল?
উত্তর: কবিরাজ।
৪৮) কবিরাজ কোন কঠিন কাজটি করতে বলেছিলেন?
উত্তর: একজন সুখী মানুষের জামা আনার মতো।
৪৯) মোড়ল কার মুরগি জোর করে জবাই করে খেয়েছে?
উত্তর: হাসুর।
৫০) মোড়ল কার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিল?
উত্তর: কবিরাজের।
৫১) ’সুখী মানুষ’ নাটকে মোড়লের কোন রোগ?
উত্তর: হাড় মড়মড়।
৫২) কবিরাজ মোড়লের ব্যাধি ভালো করার জন্য কী আনতে বলেছিল?
উত্তর: সুখী মানুষের জামা।
৫৩) ‘লোভে পাপ, পাপে মৃত্যু’- উক্তিটি কার?
উত্তর: কবিরাজের।
৫৪) ‘দুঃখী’ শব্দের সঠিক উচ্চারণ কী?
উত্তর: দুখি।
৫৫) মোড়ল সুখী মানুষের জামার জন্য কত টাকা বখশিশ দিতে চেয়েছিল?
উত্তর: হাজার টাকা।
৫৬) হাসু মিয়া ও রহমত কোথায় বসে ভাবছে?
উত্তর: ছোটো একটি কুঁড়েঘরের সামনে।
৫৭) কত গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ. পাওয়া গেল না?
৫৮) সুখী মানুষ সারাদিন কী করে?
উত্তর: বনে বনে কাঠ কাটে।
৫৯) সুখী মানুষটি খেয়েদেয়ে কী করে?
উত্তর: গান গাইতে গাইতে শুয়ে পড়ে।
৬০) লোকটা কীসের মতো হাসছিল?
উত্তর: পাগলের মতো।
৬১) সুখী মানুষটির ঘরে কী ছিল?
উত্তর: কিছুই না।
৬২) ‘তাজ্জব’ শব্দের অর্থ কী?
উত্তর: অবাক।
৬৩) নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয় করাকে কী বলে?
উত্তর: ‘নাড়ি পরীক্ষা’।
৬৪) ‘ব্যামো’ অর্থ কী?
উত্তর: ‘রোগ’।
৬৫) ’শ্রবণ’ অর্থ কী?
উত্তর: কানে শোনা।