ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত
ষষ্ঠ শ্রেণি
বিষয়: গণিত
এক কথায় উত্তর
১) কাজের পরিমাণ সমান থাকলে লোকসংখ্যা বাড়ালে সময়ের কী পরিবর্তন হবে?
উত্তর: সময় কম লাগবে।
২) ১৫০০ সেন্টিমিটারের ২% সমান কত মিটার?
উত্তর: ০.৩ মিটার
৩) কাজের পরিমাণ সমান থাকলে লোকসংখ্যা কমলে সময়ের কী পরিবর্তন হবে?
উত্তর: সময় বেশি লাগবে।
৪) ১০টি কলাকে হালিতে প্রকাশ করলে কী হবে?
৫) শত গ্রিডের ছকে কয়টি ঘর থাকে?
উত্তর: ১০০টি।
৬) ১টি কলার দাম ৭ টাকা হলে ৯টি কলার দাম কত?
উত্তর: ৬৩ টাকা।
৭) ঐকিক নিয়মে কাজের সময় বৃদ্ধি করলে লোকের সংখ্যা কী করতে হবে?
উত্তর: কমাতে হবে।
৮) এক হালি সমান কতটি?
উত্তর: ৪টি।
৯) একই পরিমাণ খাদ্যে লোকসংখ্যা কমালে দিনের কী পরিবর্তন হবে?
উত্তর: ঐ খাদ্যে বেশি দিন চলবে।
১০) অনুপাতের একক কী?
উত্তর: নেই
১১) ৪০ টাকার ২০% রফিককে দিয়ে দিলে আর কত টাকা অবশিষ্ট থাকবে?
উত্তর: ৩২ টাকা
১২) কোনো খাবার ১ জন ছাত্রের ৭ দিন চললে ঐ খাবার ৭ জন ছাত্রের কত দিন চলবে?
উত্তর: ১ দিন।
১৩) ১ জন লোক একটি কাজ ১০ দিনে করতে পারে এরূপ ১০ জন লোকের ঐ কাজ করতে কত সময় লাগবে?
উত্তর: ১ দিন।
১৪) খাদ্যের পরিমাণ একই থাকলে এবং লোকসংখ্যা বেড়ে গেলে খাদ্য শেষ করার দিনসংখ্যা কীরূপ পরিবর্তিত হয়?
উত্তর: কমে যায়
১৫) ৪০% লাভে একটি বস্তুর ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য কত?
উত্তর: ১১২০ টাকা
ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত
১৬) শত গ্রিডের খেলায় কে বিজয়ী হয়?
উত্তর: যে রঙের ঘর বেশি হয়।
১৭) কয়টিতে এক জোড়া?
উত্তর: ২টিতে।
১৮) শত গ্রিডের খেলায় প্রতি দলে কতজন থাকে?
উত্তর: ২ জন।
১৯) এক হালির অর্ধেক কতটি?
উত্তর: ২টি।
২০) ৫:৮ এর একটি সমতুল অনুপাত লিখ।
উত্তর: ১০:১৬
২১) কাজের পরিমাণ একই থাকলে লোকসংখ্যা কমে গেলে কাজ সম্পন্ন হওয়ার দিনসংখ্যা কীরূপ পরিবর্তন হয়?
উত্তর: বেড়ে যায়
২২) এক হালি কলার দাম ৪০ টাকা হলে ১টি কলার দাম কত?
উত্তর: ১০ টাকা।
২৩) শতকরা নামটি/শব্দটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: শত বা ১০০ এর সাথে।
২৪) ৪৫: ৩৬ এর সরলীকৃত মান কত?
উত্তর: ৫:৪
২৫) % চিহ্নটি কিসের প্রতীক?
উত্তর: শতকরা।
২৬) একই পরিমাণ খাদ্যে লোকসংখ্যা বাড়ালে দিনের কী পরিবর্তন হবে?
উত্তর: ঐ খাদ্যে কম দিন চলবে।
২৭) এক হালি ডিমের দাম ২৮ টাকা হলে প্রতিটি ডিমের দাম কত?
উত্তর: ৭ টাকা।
২৮) একটি গাড়ি ৫০% লাভে বিক্রয় করা হলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
উত্তর: ২: ৩
২৯) যে ভগ্নাংশের হর প্রতিক্ষেত্রে ১০০ তাকে কী বলে?
উত্তর: শতকরা।
৩০) এক হালি ডিমের দাম ৩২ টাকা হলে এক ডজন ডিমের দাম কত?
উত্তর: ৯৬ টাকা।
৩১) একটি পরিবারে ৭ দিনে ১৪ কেজি চাল লাগে। ঐ পরিবারে একদিনে কত কেজি চাল লাগে?
উত্তর: ২ কেজি।
৩২) ৪৫টি পেনসিল নয়জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে?
উত্তর: ৫টি
ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত
৩৩) সরল অনুপাতের পূর্ব ও উত্তর রাশি সমান হলে তাকে কী বলে?
উত্তর: একক অনুপাত
৩৪) ঐকিক নিয়মে কাজের পরিমাণ বাড়ালে লোকের সংখ্যা কী করতে হবে?
উত্তর: বাড়াতে হবে।
৩৫) ১টি জিনিসের ‘দাম জানা থাকলে যেকোনো সংখ্যক জিনিসের দাম নির্ণয় করতে কী করতে হবে?
উত্তর: ১টি জিনিসের দাম দিয়ে নির্দিষ্ট সংখ্যক জিনিসের সংখ্যাকে গুণ করতে হবে। (দামকে জিনিসের সংখ্যা দিয়ে গুণ করতে হবে)।
৩৬) একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে ১ মিনিট সময় লাগে। ১৭টি বিড়ালের ১৭টি ইঁদুর ধরতে মিনিট সময় লাগবে।
উত্তর: ১
৩৭) ১ কেজি চালের দাম ৪৫ টাকা হলে ২ কেজি চালের দাম কত?
উত্তর: ৯০ টাকা।
৩৮) শত গ্রিডের খেলায় ছকের ঘরগুলো কী করতে হয়?
উত্তর: ঘরগুলো রং করতে হয়।
৩৯) দুইটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত ৭:৪ হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
উত্তর: ৪৯:১৬
৪০) শত গ্রিডের খেলায় দলের বা জোড়ার একজন শিক্ষার্থী ১০০ এর মধ্যে ৫০টি ঘর রং করেছে। যে শতকরা কতটুকু রং করেছে?
উত্তর: ৫০%।
৪১) ৬ জন লোকে ১টি দেয়াল ১ দিনে রং করতে পারলে ঐ দেয়াল রং করতে ১ জন লোকের কত দিন লাগবে?
উত্তর: ৬ দিন।
৪২) ৪ জন লোক একটি কাজ করে ৯ দিনে। ৩ জন লোক ঐ কাজটি কত দিনে শেষ করবে?
উত্তর: ১২ দিন
ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত
৪৩) ৬/১৬ কে শতকরায় প্রকাশ করলে কোনটি হবে?
উত্তর: ৩৭½%
৪৪) এক ডজন সমান কতটি?
উত্তর: ১২টি।
৪৫)
কে ভগ্নাংশে প্রকাশ করলে কোনটি হবে?
উত্তর: ১/৮
৪৬) কোন চিহ্ন দ্বারা শতকরা প্রকাশ করা হয়?
উত্তর: %
৪৭) একটি সংখ্যার ৫৬% এর সাথে ১১০ যোগ করলে সংখ্যাটির সমান হয়। সংখ্যাটি কত?
উত্তর: ২৫০
৪৮) সরল অনুপাতের প্রথম পদটিকে কী বলা হয়?
উত্তর: পূর্ব রাশি
৪৯) বার মডেলে কত থেকে কত পর্যন্ত দাগ কাটা থাকে?
উত্তর: ০ থেকে ১০০
৫০) তিন হালি সমান কতটি?
উত্তর: ১২টি।