তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন
প্রশ্ন: IoT বলতে কী বোঝায়?
উত্তরঃ IoT অর্থাৎ ইন্টারনেট অব থিংস, এমন একটি নেটওয়ার্ক যেখানে বিভিন্ন ডিভাইস, সেন্সর এবং সিস্টেম ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং ডেটা আদান-প্রদান করে।
প্রশ্ন: ডিপ লার্নিং এক ধরনের মেশিন লার্নিং-ব্যাখ্যা কর।
উত্তরঃ ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং-এর একটি উন্নত শাখা যা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে। এটি মানুষের মস্তিষ্কের কার্যকলাপ অনুকরণ করে এবং বিশাল পরিমাণ ডেটা থেকে জটিল প্যাটার্ন শিখতে সক্ষম। ডিপ লার্নিং মডেলগুলো একাধিক স্তরের নিউরাল নেটওয়ার্ক দিয়ে গঠিত হয়, যেখানে প্রতিটি স্তর ইনপুট ডেটাকে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করে। সহজ কথায়, ডিপ লার্নিং মেশিনকে মানুষের মতো শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে। সুতরাং বলা যায়, ডিপ লার্নিং এক ধরনের মেশিন লার্নিং।
প্রশ্ন: আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কী?
উত্তরঃ একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিই হলো সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
প্রশ্ন: প্রতিটি মানুষকে স্বতন্ত্রভাবে শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা কর।
উত্তরঃ প্রতিটি মানুষকে স্বতন্ত্রভাবে শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স। এক্ষেত্রে মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। দৈহিক গঠন বা শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতিগুলো হলো-ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ স্ক্যানিং, ফেস রিকগনিশন ও ডিএনএ টেস্ট। অন্যদিকে আচরণগত পদ্ধতিগুলো হলো- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ, সিগনেচার যাচাইকরণ ও কণ্ঠস্বর যাচাইকরণ। কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত এইসব শারীরবৃত্তীয় বা আচরণগত ডেটার মিল পেলে ব্যক্তিকে বৈধ বলে বিবেচনা করা হয়।
প্রশ্ন: অগমেন্টেড রিয়েলিটি কী?
উত্তরঃ অগমেন্টেড রিয়েলিটি হলো ভার্চুয়াল রিয়েলিটির একটি নতুন রূপ, যেখানে বাস্তবজগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়।
প্রশ্ন: নিম্ন তাপমাত্রায় রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি- ব্যাখ্যা কর।
উত্তরঃ নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি। এটা এমন এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি অতিরিক্ত শৈত্য তাপমাত্রায় (-41°C) রোগাক্রান্ত সেলগুলোকে ধ্বংস করার কাজ করে। অতিরিক্ত শৈত্য যখন ভিতরের সেলগুলোকে ছিঁড়ে ফেলে তখন রক্তনালি থেকে রোগাক্রান্ত টিস্যুতে রক্তপ্রবাহ বন্ধ করে আরও নষ্ট করে ফেলে।
প্রশ্ন: প্লেজিয়ারিজম কী?
উত্তরঃ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র, সম্পাদনাকর্ম ইত্যাদি হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজিয়ারিজম।
প্রশ্ন: ডিপ লার্নিং ব্যাখ্যা কর।
উত্তরঃ ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি শাখা যা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা থেকে জটিল প্যাটার্ন শিখতে সক্ষম। এটি মানুষের মস্তিষ্কের কার্যকলাপ অনুকরণ করে এবং বড় পরিমাণে ডেটা থেকে গভীরভাবে শিখতে পারে। ডিপ লার্নিং মডেলগুলো একাধিক স্তরের নিউরাল নেটওয়ার্ক দিয়ে গঠিত হয়, যেখানে প্রতিটি স্তর ইনপুট ডেটাকে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করে। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা ইমেজ রিকগনিশন, স্পিচ রিকগনিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং অন্যান্য জটিল সমস্যার সমাধান করতে পারি।
প্রশ্ন: বায়োমেট্রিক্স কী?
উত্তরঃ মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিই হলো বায়োমেট্রিক্স।
প্রশ্ন: ঘরের মধ্যেই ড্রাইভিং শিখা সম্ভব-ব্যাখ্যা কর।
উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ঘরের মধ্যেই মোটর ড্রাইভিং শিখা সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিম্যুলেশনের মাধ্যমে ড্রাইভিং শিখার জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশপাশের রাস্তায় পরিবেশের একটি মডেল দেখানো হয়। অর্থাৎ এর মাধ্যমে সহজেই ড্রাইভিং শিখা সম্ভব হচ্ছে।
প্রশ্ন: ভার্চুয়াল রিয়েলিটি কী?
উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়।
প্রশ্ন: বায়োইনফরমেটিক্স এর উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তরঃ বায়োইনফরমেটিক্সের উদ্দেশ্য হলো-
১. জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা। বিশেষ করে জীবের জিন বিষয়ক তথ্য অনুসন্ধান করা।
২. রোগ-বালাইয়ের কারণ হিসেবে জিনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা।
৩. ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা।
প্রশ্ন: ক্রায়োসার্জারি কী?
উত্তরঃ ক্রায়োসার্জারি এক ধরনের কাটা, ছেড়াবিহীন চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করা হয়।
প্রশ্ন: “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে”-ব্যাখ্যা কর।
উত্তরঃ তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এমনই একটি স্বয়ংক্রিয় যন্ত্র হলো রোবট, যা অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন এবং নিখুঁত কর্মক্ষম স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র। নির্দিষ্ট কাজের জন্য তৈরি যন্ত্র বা রোবটে কোনো সমস্যার কী ধরনের সমাধান করতে হবে তার সম্ভাব্য সকল সমাধান প্রোগ্রাম আকারে দেওয়া থাকে। এই প্রোগ্রাম অনুযায়ী যন্ত্র বা রোবট স্বায়ংক্রিয়ভাবে কাজ করে। প্রোগ্রামের এই কোনো কিছু করা সম্ভব হয় না।
প্রশ্ন: বায়োইনফরম্যাটিক্স কী?
উত্তরঃ বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে।
প্রশ্ন: মানুষের চিন্তাভাবনা যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব-ব্যাখ্যা কর।
উত্তরঃ মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে সম্ভব। আধুনিক নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিং অ্যালগরিদমের সাহায্যে যন্ত্র মানুষের চিন্তা বুঝতে ও প্রতিফলিত করতে সক্ষম। সমস্যা সমাধানের জন্য যন্ত্রের মেমোরিতে সঞ্চিত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে যন্ত্র বিভিন্ন জটিল সমস্যা সমাধান করে। এছাড়া রোবোটিক্স ও অটোমেশন প্রযুক্তির মাধ্যমে মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যন্ত্রে প্রতিফলিত হচ্ছে। যা আধুনিক চিকিৎসা, যোগাযোগ এবং প্রতিরক্ষায় ব্যবহৃত হচ্ছে।
প্রশ্ন: ক্রায়োসার্জারি এর সংজ্ঞা দাও।
উত্তরঃ ক্রায়োসার্জারি এক ধরনের কাটা ছেড়াবিহীন চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করা হয়।
প্রশ্ন: “আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি সম্ভব”- বুঝিয়ে লিখ।
উত্তরঃ ন্যানোটেকনোলজি ব্যবহার করে আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি সম্ভব। যখন কোনো একটা বস্তুর কর্মদক্ষতা বাড়ানোর জন্য কোনো বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহার করে অণু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয় তখন সেই প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে। এ প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণু-পরমাণুকে ইচ্ছামতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায়। বর্তমানে জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে এ টেকনোলজি ব্যবহার করা হয়।
প্রশ্ন: বায়োইনফরমেটিক্স কী?
উত্তরঃ বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে।
প্রশ্ন: বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্রও সার্জারির কাজ করছে- ব্যাখ্যা কর।
উত্তরঃ বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র অর্থাৎ ‘রোবট’ সার্জারির কাজ করছে। যেমন- সার্জিক্যাল রোবট দ্বারা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। রোবট দ্বারা কৃত অপারেশনের নির্ভুলতা বেশি এবং কম রক্তক্ষরণ ও ব্যথামুক্তভাবে অপারেশন করা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে ডাক্তারদের অপারেশনে রোবট বিভিন্নভাবে সহায়তা করছে।
প্রশ্ন: ই-কমার্স কী?
উত্তরঃ ই-কমার্স হলো আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ সম্মিলিতভাবে সম্পাদন করা।
প্রশ্ন: “প্রায় ব্যথামুক্ত ও রক্তপাতহীনভাবে ক্যান্সার চিকিৎসা সম্ভব”- বুঝিয়ে দাও।
উত্তরঃ ক্রায়োসার্জারির মাধ্যমে প্রায় ব্যথামুক্ত ও রক্তপাতহীনভাবে ক্যান্সার চিকিৎসা সম্ভব। ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত ক্যান্সার আক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। এ প্রক্রিয়ায় অত্যন্ত কম তাপমাত্রায় আক্রান্ত টিস্যুতে ক্রায়োপ্রোব এর মাধ্যমে তরল নাইট্রোজেন প্রয়োগ করা হয়, যাতে ক্যান্সার আক্রান্ত কোষগুলো ধ্বংস হয়ে যায়। এ পদ্ধতি (ক্রায়োসার্জারি) আক্রান্ত স্থানের আশেপাশের টিস্যুর কোনো ধরনের ক্ষতি করে না এবং রক্তপাতও হয় না।
প্রশ্ন: টেলিমেডিসিন কী?
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাই হলো টেলিমেডিসিন।
প্রশ্ন: “ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব”- বুঝিয়ে দাও।
উত্তরঃ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই। ইন্টারনেটের কল্যাণে আউটসোর্সিং এর কাজ কোনো নির্দিষ্ট স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ইন্টারনেট সংযোগ থাকলেই পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আউটসোর্সিং এর কাজ করা যায়। আউটসোর্সিং এর ওপর সঠিক প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের যে কেউ ঘরে বসেই বিদেশের বিভিন্ন ছোট-বড় প্রতিষ্ঠানের কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
প্রশ্ন: আউটসোর্সিং কী?
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক দেশের নাগরিক ভিন্ন ভিন্ন দেশের নাগরিকের বা প্রতিষ্ঠানের পক্ষে দূর থেকে কাজ করে দেওয়ার কার্যক্রমই হলো আউটসোর্সিং।
প্রশ্ন: ই-কমার্স পণ্যের ব্যবসা বাণিজ্য সহজ করেছে।- ব্যাখ্যা কর।
উত্তরঃ ই-কমার্স হলো আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ সম্মিলিতভাবে সম্পাদন করা। বর্তমানে ই-কমার্স প্রযুক্তির মাধ্যমে মানুষের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সকল পণ্যই ক্রয়-বিক্রয় করা হচ্ছে। ফলে মানুষ ঘরে বসেই কেনাকাটা থেকে শুরু করে ব্যবসা সংক্রান্ত নানা কাজও করতে পারছে। এক স্থানে বসেই পণ্য ক্রয়, বিক্রি, লেনদেন সব কাজই সম্ভব হচ্ছে। মোটকথা সময় ও শ্রম কমিয়ে ই-কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে।
প্রশ্ন: বায়োমেট্রিক কী?
উত্তরঃ মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিই হলো বায়োমেট্রিক্স।
প্রশ্ন: কোন প্রযুক্তির মাধ্যমে খাদ্যের গুণাগুণ ঠিক রাখা যায়? ব্যাখ্যা কর।
উত্তরঃ খাদ্যশিল্পে খাদ্যের গুণাগুণ ঠিক রাখতে যেসব দ্রব্যাদি ব্যবহৃত হয়, সেসব দ্রব্য তৈরির জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয় তা হলো ন্যানো প্রযুক্তি। ন্যানোপ্রযুক্তির ব্যবহারের ফলে খাদ্য সংরক্ষণ করা খুব সহজ হয়েছে। ফলে খাদ্যের নিরাপত্তা বিধান করা সম্ভব হয়েছে। এছাড়াও খাদ্যের স্বাদ তৈরিতে, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের দ্রব্যাদি তৈরিতে ন্যানোপ্রযুক্তির ব্যবহার হচ্ছে।
প্রশ্ন: রোবটিক্স কী?
উত্তরঃ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবটিক্স।
প্রশ্ন: প্রযুক্তি ব্যবহার করে মটর ড্রাইভিং শিখা সম্ভব- কথাটি ব্যাখ্যা কর।
উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে মটর ড্রাইভিং শিখা সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিম্যুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশপাশের রাস্তায় পরিবেশের একটি মডেল দেখানো হয়। প্রশিক্ষণার্থী এ পরিবেশের সাথে একাত্ম হয়ে বাস্তবের ন্যায় মটর ড্রাইভিং কৌশল রপ্ত করতে সক্ষম হয়। অর্থাৎ এর মাধ্যমে সহজেই ড্রাইভিং শিখা সম্ভব হচ্ছে।
প্রশ্ন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?
উত্তরঃ একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। অর্থাৎ কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র (যেমন- কম্পিউটার) কী ধরনের সিদ্ধান্ত নিবে তার সক্ষমতা পরিমাপন পদ্ধতি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা।
প্রশ্ন: উন্নত জাতের বীজ তৈরিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
উত্তরঃ উন্নত জাতের বীজ তৈরিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বর্তমানে বিভিন্ন প্রজাতি থেকে কাঙ্ক্ষিত জিন সংগ্রহ করে- তা ফসলী উদ্ভিদে প্রতিস্থাপন করে বা জিনের গঠন ও বিন্যাসে পরিবর্তন ঘটিয়ে অধিক ফলনশীল জাত উৎপাদন করা সম্ভব হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে খাদ্যশস্য বহুগুণে উৎপাদন সম্ভব হচ্ছে। ফসলের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আগাছা সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে।
প্রশ্ন: GMO কী?
উত্তরঃ জীবপ্রযুক্তির সাহায্যে DNA এর কাঙ্ক্ষিত অংশ জীবে স্থানান্তরের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন যে জীবের সৃষ্টি করা হয় তাই GMO (Genetically Modified Organism) !
প্রশ্ন: নিম্নতাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা কর।
উত্তরঃ নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি। এটা এমন এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি অতিরিক্ত শৈত্য তাপমাত্রায় (-41° C) রোগাক্রান্ত সেলগুলোকে ধ্বংস করার কাজ করে। অতিরিক্ত শৈত্য যখন ভিতরের সেলগুলোকে ছিঁড়ে ফেলে তখন রক্তনালি থেকে রোগাক্রান্ত টিস্যুতে রক্তপ্রবাহ বন্ধ করে আরও নষ্ট করে ফেলে।
প্রশ্ন: বিশ্বগ্রাম কী?
উত্তরঃ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ’ যেখানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করাসহ বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করতে পারে।
প্রশ্ন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা কর।
উত্তরঃ তথ্য. ও যোগাযোগ প্রযুক্তির যেমন উপকারী দিক রয়েছে ঠিক তেমনি সমাজ ও জনগণের ওপর এর কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে। অনেকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অসৎ উপায়ে বা অবৈধভাবে ব্যবহার করে তথ্য চুরি বা বিকৃত করে অথবা সেগুলো পাচার করে। এগুলো সবই নীতি বিরুদ্ধ কাজ যা তথ্য ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এসব নীতিবিরুদ্ধ কাজ পরিহার করে সঠিক নীতি ও আদর্শ অনুসরণ করে ‘কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট’ এর দশটি নির্দেশনার সঠিক অনুসরণই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য ক্ষতি ও ঝুঁকি মূল্যায়নের সহায়ক হিসেবে কাজ করে।
প্রশ্ন: ন্যানোটেকনোলজি কী?
উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিই হলো ন্যানোটেকনোলজি।
প্রশ্ন: “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে”- ব্যাখ্যা কর।
উত্তরঃ তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এমনই একটি ‘স্বয়ংক্রিয় যন্ত্র হলো রোবট, যা অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন এবং নিখুঁত কর্মক্ষম স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র। নির্দিষ্ট কাজের জন্য তৈরি যন্ত্র বা রোবটে কোনো সমস্যার কী ধরনের সমাধান করতে হবে তার সম্ভাব্য সকল সমাধান প্রোগ্রাম আকারে দেওয়া থাকে। এই প্রোগ্রাম অনুযায়ী যন্ত্র বা রোবট স্বায়ংক্রিয়ভাবে কাজ করে। প্রোগ্রামের এই কোনো কিছু করা সম্ভব হয় না।
প্রশ্ন: ন্যানো-টেকনোলজি, কী?
উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার। আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিই হলো ন্যানোটেকনোলজি।
প্রশ্ন: নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তরঃ নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি। এটা এমন এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি অতিরিক্ত শৈত্য তাপমাত্রায় (-41°C) রোগাক্রান্ত সেলগুলোকে ধ্বংস করার কাজ করে। অতিরিক্ত শৈত্য যখন ভিতরের সেলগুলোকে ছিঁড়ে ফেলে তখন রক্তনালি থেকে রোগাক্রান্ত টিস্যুতে রক্তপ্রবাহ বন্ধ করে আরও নষ্ট করে ফেলে।
প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং কী?
উত্তরঃ নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং।
প্রশ্ন: ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায়-ব্যাখ্যা কর।
উত্তরঃ ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায় হিসেবে রিপিটার ব্যবহার করা যায়। নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে ক্যাবলের ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। এজন্য প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে আরও অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটার সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।
প্রশ্ন: প্লেজিয়ারিজম কী?
উত্তরঃ প্লেজিয়ারিজম হলো অন্য কারও কাজ বা লেখাকে নিজের নামে ব্যবহার করা বা নিজের নামে প্রকাশ করা।
প্রশ্ন: ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করার পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তরঃ ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহন করার পদ্ধতি হলো টেলিমেডিসিন সেবা। টেলিমেডিসিন ব্যাবস্থা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কোন ভৌগোলিক ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্নয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে সাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মাধ্যমে রোগী নিজ বাসায় বসে চিকিৎসা সেবা লাভ করে।
প্রশ্ন: এক্সপার্ট সিস্টেম কি?
উত্তরঃ এক্সপার্ট সিস্টেম হলো একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে দক্ষ করে তোলে।
প্রশ্ন: আচরণগত ভেরিফিকেশন-ব্যাখ্যা কর।
উত্তরঃ আচরণগত ভেরিফিকেশন বায়োমেট্রিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত বায়োমেট্রিক হলো এমন এক কৌশল বা পদ্ধতি যার মাধ্যমে শারীরিক, আচরণগত বৈশিষ্ট্য নিরূপণ করার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়। আচরণগত ভেরিফিকেশন বলতে কোনো ব্যক্তির আচরণ, হাতের লেখা, কথা বলা বা চলাফেরা, কণ্ঠস্বর, স্বাক্ষর প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্তকরণকে বোঝানো হয়েছে।
প্রশ্ন: রোমিং কি?
উত্তরঃ মোবাইল সার্ভিস কাভারেজ এরিয়ার সীমাবদ্ধতা কাটিয়ে যে বিশেষ আন্তঃসংযোগ ব্যবস্থা গোড়ে উঠেছে তাই রোমিং।
প্রশ্ন: “আলোর গতিতে ডেটা স্থানান্তর”-ব্যাখ্যা কর।
উত্তরঃ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর গতিতে ডেটা স্থানান্তর হয়।
অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এক ধরণের কাঁচের তন্তু। এতে ইলেক্ট্রনিক সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে এবং এতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। এটি বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত।
প্রশ্ন: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কী?
উত্তরঃ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স: মানুষ যেভাবে চিন্তাভাবনা করে, কৃত্তিম উপায়ে কম্পিউটারের একই ভাবে চিন্তাভাবনা করার ক্ষমতায় রূপদান করাকে Artificial Intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তা বলে।
প্রশ্ন: নিম্ন তাপমাত্রায় অসুস্থ টিস্যুর জীবানু কীভাবে ধ্বংস করা যায়- ব্যাখ্যা কর।
উত্তরঃ নিম্ন তাপমাতার অসুস্থ শ্রেনীর জীবানু ত্রায়োসার্জারির মাধ্যমে ধ্বংস করা হয়।
ক্রায়োসার্জারি হচ্ছে এক বিশেষ ধরণের চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতিতে অস্বাভাবিক বা রোগ আক্রান্ত টিস্যুর উপর অত্যান্ত অস্বাভাবিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে তা ধ্বংস করা হয়। শীতল-করার জন্য আসলে যে তরল গ্যাস গুলো ব্যাবহার করা হয় তাকে ক্রায়োজনিক এজেন্ট বলে। যেমন- তরল নাইট্রজেনে (-১৯৬৫°C), তরল কার্বন-ডাই অক্সাইড (-৭৯°C), তরল আর্গন (-১৯৬°C) ইত্যাদি। রোগ আক্রান্ত জায়গায় বিভিন্ন আই সিটি যন্ত্রপাতি যেমন মাইক্রো ক্যামেরা যুক্ত নল প্রবেশ করিয়ে রোগ আক্রান্ত কোষ শনাক্তকরে সুক্ষসুচ যুক্ত নলের মাধ্যমে ক্রায়োজনিক গ্যাস প্রদান করে রোগ আজান্ত কোষ ধ্বংস করা হয়।