এইচএসসি পরীক্ষা-২০২৪
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কুমিল্লা বোর্ড
এমসিকিউ সমাধান
১. একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে, ইনপুট কত দিতে হবে?
(ক) 6
(খ) 7
(গ) 8
(ঘ) 9
২. Y=ABC+C + BC-এর সরলীকৃত মান কত ?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) AB
৩. স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন-
i. HTML
ii. PHP
iii. css
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪. এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি?
(ক) <td>
(খ) <tr>
(গ)<br>
(ঘ) <th>
5. দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে কী বলে?
(ক) হাইপারলিঙ্ক
(খ) আ্যাট্রিবিউট
(গ)কানেকশন
(ঘ) ইমেজিং
৬. HTML এর সম্পূর্ণ কনটেন্ট কোন ট্যাগে থাকে?
(ক) < title > …………</title >
(খ) < html >………….</html>
(গ) <body> ………….</body>
(ঘ) <head> ———— </head>
৭. ওয়েব সাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কী বলে?
(ক) ওয়েব ডকুমেন্ট
(খ) ওয়েব ডিজাইন
(গ) ডোমেইন নেইম রেজিস্ট্রেশন
(ঘ) ওয়েব হোস্টিং
৮. for (i=1; i < = 9; i + = 2 ) printf(“%d”, i ); কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?
(ক) 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
(খ) 1, 2, 3, 4, 5, 6, 7, 8
(গ) 1, 3, 5, 7, 9
(ঘ) 2,4,6,8
৯. প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে, তা সংশোধনের পদ্ধতিকে কী বলে?
(ক) কোডিং
(খ) এনকোডিং
(গ) ডিকোডিং
(ঘ) ডিবাগিং
১০. সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি?
(ক) ফাংশন
(খ) অ্যারে
(গ)পয়েন্টার
(ঘ) স্ট্রাকচার
১১. সি প্রোগ্রামে ডেটা আউটপুট এর জন্য ব্যবহৃত ফাংশন কোনটি?
(ক) printf( )
(খ) scanf()
(গ) float ()
(ঘ) getch()
১২. ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
(ক) আর্গন
(খ) হাইড্রোজেন
(গ) অ্যামোনিয়া
(ঘ) নিয়ন
১৩. নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও
বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। Q. উদ্দীপকের মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-
(ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(খ) বায়োমেট্রিক্স
(গ) ন্যানোটেকনোলজি
(ঘ) বায়োইনফরমেটিক্স
১৪. নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও
বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যে বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। Q.পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ-
i. স্বাস্থ্যসম্মত
ii. নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে
iii. আর্দ্রতা প্রতিরোধী নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i o iii
(গ)ii ও ill
(ঘ) i, ii ও iii
১৫. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়-
i. DNA-এর সজ্জা পরিবর্তনে
ii. বংশগতির ধারা অনুসন্ধানে
iii. স্বাক্ষর শনাক্তকরণে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৬. বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়-
(ক) কৃত্রিম বুদ্ধিমত্তায়
(খ) ব্যক্তি শনাক্তকরণে
(গ)যোগাযোগক্ষেত্রে
(ঘ) চিকিৎসাক্ষেত্রে
১৭. রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড?
(ক) ইউনিকাস্ট
(খ) মাল্টিকাস্ট
(গ) ব্রডকাস্ট
(ঘ) অ্যানিকাস্ট
১৮. নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও
‘X’ কলেজের আই.সি.টি. শিক্ষক শুধু তার দিয়ে দশটি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি • করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল।
Q.উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে?
(ক) ট্রি
(খ) মেশ
(গ)বাস
(ঘ) রিং
১৯. নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও
‘X’ কলেজের আই.সি.টি. শিক্ষক শুধু তার দিয়ে দশটি কম্পিউটার নিয়ে তার ল্যাবে একটি নেটওয়ার্ক তৈরি • করলেন। কিছুদিন পর একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে গেল। Q.দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের?
(ক) PAN
(খ) LAN
(গ) MAN
(ঘ) WAN
২০. ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কী?
(ক) থিকনেট
(খ) থিননেট
(গ) পিকোনেট
(ঘ) স্ক্যাটারনেট
২১. কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি ক্যাবল ব্যবহৃত হয়?
(ক) বাস টপোলজি
(খ) রিং টপোলজি
(গ) স্টার টপোলজি
(ঘ) মেশ টপোলজি
২২. বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি?
(ক) AND
(খ) OR
(গ) NOT
(ঘ) NOR
২৩. ASCII-8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়? [Comilla, 2024]
(ক) 16
(খ) 32
(গ) 128
(ঘ) 256
২৪. (E) 16+ (11) 2 + (7) g এর মান হতে পারে
i. (18) 16
ii. (11001)2
iii. (30)8
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ)ii ও iii
(ঘ) i, ii ও iii
২৫. NAND গেটের আউটপুটকে NOT গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়?
(ক) AND
(খ) OR
(গ)X-OR
(ঘ) X-NOR