সংকল্প
৫ম শ্রেণির বাংলা
♦ নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরী করো ।
হাউই চড়ে চায় যেতে কে
চন্দ্রলোকের অচিনপুরে;
শুনব আমি, ইঙ্গিত কোন্
মঙ্গল হতে আসছে উড়ে।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরো।
উত্তর:
ক. বিশ্ব-জগৎ কে দেখতে চেয়েছেন?
খ. মঙ্গল গ্রহ থেকে কী উড়ে আসছে?
গ. হাউই চড়ে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে?
ঘ. কবি কীভাবে নিচে নামার কথা বলেছেন?
ঙ. কবি বিশ্ব-জগৎ দেখার সংকল্প করেছেন কেন?
চ. কবি কখন বিশ্ব-জগৎ দেখবেন?