মানুষের মস্তিষ্ক

মানুষের মস্তিষ্ক

মানুষের মস্তিষ্ক বা ব্রেইন দুইভাগে বিভক্ত:

(১) ডান মস্তিষ্ক (Right Hemisphere)

(২) বাম মস্তিষ্ক (Left Hemisphere)

দুটির আকৃতি একই রকম। কিন্তু তাদের মধ্যে পার্থক্য হচ্ছে কাজ বা প্রসেসিং এ।

বাম মস্তিষ্ক: বাম পাশের মস্তিষ্ক কে বলা হয়ে থাকে ডিজিটাল ব্রেইন। এটা আমাদের লেখা-পড়া, যাবতীয় হিসেব-নিকেশ এবং যুক্তি বিশ্লেষণকে নিয়ন্ত্রণ করে।

ডান মস্তিষ্ক: ডান পাশের মস্তিষ্ক কে বলা হয় এনালগ ব্রেইন। এটা নিয়ন্ত্রণ করে আমাদের অবেচেতন মনের আবেগ, সৃজনশীলতা, আর্টিস্ট সেন্স, ভাষা এবং অনুভূতিকে।

দুই ব্রেইনের ধারনার উদ্ভব ঘটে ১৯৬০ এর দশকে একজন আমেরিকান সাইকোবায়োলজিস্ট রজার ডব্লিউ স্পেরির হাত ধরে। উনিই প্রথম আবিষ্কার করেন যে, মানুষের মস্তিষ্ক দুটি ভিন্ন আঙ্গিকে চিন্তা করে। রজার ডব্লিউ স্পেরি এর জন্য ১৯৮১ সালে নোবেল পুরষ্কার পান।

Visited ৮ times, ১ visit(s) today

Views: 1

Leave A Reply

Your email address will not be published.