প্রথম প্রান্তিক মূল্যায়ন- ২০২৫ খ্রিস্টাব্দ
পঞ্চম শ্রেণি
প্রাথমিক বিজ্ঞান
অধ্যায় ১- আমাদের পরিবেশ
সময়: ২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান: ১০০
০১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ (বহুনির্বাচনী) : ১০ × ১ = ১০
(ক) মানুষ বেঁচে থাকার জন্য কীসের উপর নির্ভরশীল?
(ক) খেলনা (খ) ছবি
(গ) জড় বস্তু (ঘ) কাগজ
(খ) উদ্ভিদ নিজের খাদ্য তৈরিতে কৃতি থেকে কোনটি গ্রহণ করে থাকে?
(ক) হিলিয়াম (খ) কার্বন ডাইঅক্সাইড
(গ) অক্সিজেন (ঘ) নাইট্রোজেন
(গ) সকল প্রাণীই বায়ু থেকে গ্রহণ করে কোনটি?
(ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন
(গ) হাইড্রোজেন (ঘ) হিলিয়াম
(ঘ) উদ্ভিদ খাদ্য তৈরি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য কীসের উপর নির্ভরশীল?
(ক) মানুষের (খ) প্রাণীর
(গ) উদ্ভিদের (ঘ) শাপলা
(ঙ) তোমার ঘরের মধ্যে টবে লাগানো গাছটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। গাছটিকে সতেজ করতে তুমি কোন পদক্ষেপ নেবে?
(ক) রান্না ঘরে রাখবে (খ) জানালার পাশে রাখবে
(গ) অন্ধকার ঘরে রাখবে (ঘ) একই জায়গায় রেখে দেবে
(চ) রিমনের বাবা একজন কৃষক। তিনি ফসল উৎপাদনের জন্য কোন জড় বস্তুটির উপর নির্ভরশীল?
(ক) ঝরনা (খ) নদী
(গ) মাটি (ঘ) পাহাড়
(ছ) প্রাণীর বেঁচে থাকার জন্য প্রধানত প্রয়োজন-
(ক) হাত, পা ও চোখ (খ) চোখ, নাক এবং কান.
(গ) আলো, মাটি এবং পুষ্টি (ঘ) খাদ্য, পানি এবং বায়ু
(জ) বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল?
(ক) নাইট্রোজেন ও অক্সিজেন (খ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
(গ) অক্সিজেন ও হাইড্রোজেন (ঘ) নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
(ঝ) গ্রাম এলাকায় কিছু ব্যক্তি ব্যাঙ ধরে বিক্রি করে। এক্ষেত্রে কী ঘটতে পারে?
(ক) পোকামাকড়ের সংখ্যা কমে যাবে (খ) ফসলের উৎপাদন বেড়ে যাবে
(গ) পরিবেশের ভারসাম্য নষ্ট হবে (ঘ) পুকুরে মাছ বেড়ে যাবে
(ঞ) সুন্দরবনের হরিণ ও বাঘের সংখ্যা ক্রমশ কেন কমে যাচ্ছে?
(ক) বন উজাড় হওয়ার কারণে (খ) অন্যান্য প্রাণী বৃদ্ধির পাওয়ার কারণে
(গ) মাছ ধরার নৌকা চলাচলের কারণে (ঘ) জোয়ার-ভাটার কারণে
০২। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখ : ৫ × ২ = ১০
পরাগায়নে | পরাগায়নের | খাদ্যের | উদ্ভিদ | গাছে |
ক. পাখি, মৌমাছি ইত্যাদি উদ্ভিদের……..সাহায্য করে।
খ. ……. ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
গ. ……জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল।
ঘ. বানর, কাঠবিড়ালি, পোকা-মাকড় ইত্যাদি ……. বাস করে।
ঙ. খাদ্য তৈরিতে সূর্যের আলোর উপর …….নির্ভরশীল।
০৩। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখ : ৫ × ২ = ১০
(ক) গাছ জড় পদার্থ।
(খ) মানুষ জড়বস্তুর ওপর নির্ভরশীল।
(গ) জীব ও জড়ের মধ্যকার পারস্পারিক ক্রিয়াই হলো বাস্তুসংস্থান।
(ঘ) বীজের বিস্তরণের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল।
(ঙ) উদ্ভিদ শক্তি পায় প্রাণী থেকে।
০৪। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখ: ৪×২=৮
বাম পাশ | ডান পাশ |
ক. ঘাসফড়িং; ব্যাঙ | সাপ; ঈগল। |
খ. খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি | শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। |
গ. প্রাণীর মৃতদেহ পচে | একে অপরের উপর নির্ভরশীল। |
ঘ. উদ্ভিদ ও প্রাণী | প্রাকৃতিক সারে পরিণত হয়। |
০৫। নিচের প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ (যে কোনো ১০টি): ১০ × ৩ = ৩০
(ক) মাটিতে বাস করে এরূপ তিনটি জীবের নাম লেখো।
(খ) রফিক গ্রামের বাড়িতে কেঁচো দেখতে পায়। এই প্রাণীটির আবাসস্থল ও সেই আবাসস্থলের আরও দুইটি জীবের নাম লেখো।
(গ) উদ্ভিদ যে প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে তা তিনটি বাক্যে লেখো।
(ঘ) উদ্ভিদের তিনটি অংশের নাম লেখো যা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে।
(ঙ) ববির মামাবাড়ির পাশের বনে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে। সেখানে বাস করে এমন তিনটি প্রাণীর নাম লেখো।
(চ) মানুষ কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সে সম্পর্কে তিনটি বাক্য লেখো।
(ছ) পরাগায়নের ফলে কী হয় তিনটি বাক্যে লেখো।
(জ) বীজের বিস্তরণ সম্পর্কে তিনটি বাক্য লেখো।
(ঝ) খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝ?
(ট) প্রাণী কীভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো।
(ঠ) উদ্ভিদ কোন তিনটি কাজে প্রাণীর উপর নির্ভরশীল?
০৬। নিচের প্রশ্নের উত্তর উত্তরপত্রে লেখ (যে কোনো ৪টি) : ৪ × ৮ = ৩২
(ক) জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করি।
(খ) উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করি।
(গ) নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করি। ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ
(ঘ) উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল- এ সম্পর্কে চারটি বাক্য লেখো।
(ঙ) ধান গাছ → ঘাস ফড়িং -→ ব্যাঙ → সাপ → ঈগল। এই খাদ্য শৃঙ্খলে ব্যাঙ বিলুপ্ত হলে কী ঘটবে?
(চ) খাদ্য শৃঙ্খল কী? খাদ্য শৃঙ্খল কী থেকে শুরু হয়? কীভাবে ব্যাঙ খাদক এবং খাদ্য হিসেবে ব্যবহার হয় তা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে লেখো।